দিয়া মুখোপাধ্যায়, টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ। মিঠাই ধারাবাহিকে তিনি সকলের নজর কেড়েছিলেন। সেই দিয়াই এবার দিদি নম্বর ১ রিয়্যালিটি শোয়ে। যেখানে তাঁকে দেখা গেল একই ধাঁচে, একই লুকে। পর্দায় তাঁকে এখনও পর্যন্ত যে যে চরিত্র করতে দেখা গিয়েছে, তার মধ্যে অধিকাংশই হল বেশ শান্ত চরিত্র। যেখানে খুব ঠাণ্ডা মাথার, আস্তে কথা বলা একটি নারী চরিত্র তিনি। ফলে দর্শকদের মনেও দিয়াকে নিয়ে তেমনই এক আমেজ তৈরি হয়েছে। এবার সেই দিয়ে পর্দার পিছনে কেমন খোলসা করলেন তাঁর মা। শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তাঁর জানালেন, দিয়া বাস্তবেও ঠিক এতটাই শান্ত। এতটাই ঠাণ্ডা মাথার মেয়ে তিনি। আর তাতেই সমস্যা তাঁর মায়ের।
দিয়ার মায়ের দাবি, সন্তান হবেল ছটফটে। দুরন্ত, কিন্তু এই জায়গাটাতেই তাঁর ভীষণ আক্ষেপ। দিয়া বড্ড বেশি শান্ত। মায়ের কথা শেষ হতে না হতেই কথা বলা শুরু করলেন দিয়া। রচনার সামনে বললেন, আমারটা তো হল, এবার মায়ের প্রসঙ্গে আসি, আমি যতটা শান্ত আমার মা ততটাই দুরন্ত। আমার মা যা করে জানলে অবাক হবেন। গাছ চুরি করে বেড়ায় আমার মা। যেখানে ভাল ফুল বা গাছ দেখবেন, সেখান থেকেই তা তুলে নেবেন। সে যদিও মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করাতে হয় তাই করাতে হবে। এমন কি নিউটাউনের ডিভাইডারগুলোতেও তাঁকে গাছ নিতে দেখা যায়। হাসতে হাসতে দিয়া জানান, তাঁর মায়ের কথায়, বই ও গাছ চুরিতে কোনও অপরাধ নেই। শুনে হেসে একপ্রকার গড়াগড়ি গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই শোয়ে এসেই দিয়া আরও এক বিষয় খোলসা করলেন, আর তা হল তিনি কোনও সম্পর্কেই নেই। তিনি এখনও খুঁজছেন মনের মানুষ।