টিভির পর্দায় দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর এক একটি পোস্ট। দর্শকদের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ। ড্রইং রুমে তাঁর নিত্য আনাগোনা। কিন্তু হঠাৎই দেখা মেলে না তাঁর। কী হল অভিনেত্রীর? ভক্তদের ধৌঁয়াশায় না রেখে এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন উত্তর। হাসপাতালে ভর্তি তিনি। হয়েছে অস্ত্রোপচার। সোশ্যাল মিডিয়ায় দিলেন ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। নাকে নল, হাতে চ্যানেল, এই অবস্থায় ছবি শেয়ার করতেই ভক্তদের মনে বাড়তে থাকে উদ্বেগ, সকলেই একপ্রকার অবাক, কী হয়েছে অভিনেত্রীর? যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে অস্ত্রোপচার সুষ্ঠভাবে মিটেছে, তিনি এখন ভালই আছেন, সে ইঙ্গিত মিলল তাঁর পোস্ট পাওয়ার পর থেকেই।
ভক্তদের চিন্তা দূর করতে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন অপারেশন হয়ে গিয়েছে। বর্তমানে তিনি জগদ্ধাত্রী ধারাবাহিকে কাজ করছেন। সঙ্গে আরও একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেটে ফিরবেন কবে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয়তা লাভ করেন তিনি। তাঁর এই অভিনয় দর্শকদের মনেও জায়গা করে নেয় রাতারাতি। আর এই চরিত্রে অভিনয় করা নিয়ে তিনি একবার TV9 বাংলাকে জানিয়েছিলেন, ”ব্যক্তি জীবনে এর প্রভাব পড়ে না। কারণ অভিনয়টা অভিনয়ের মতোই সামলাই। আমি প্রফেশনাল। উদাহরণ দিয়ে বলি, বিকাশ রায় ‘বিয়াল্লিশ’ নাটক যখন করছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের মারছেন এমন দৃশ্য ছিল। উনি পুলিশের চরিত্র করেছিলেন। দর্শক আসন থেকে জুতো ছুড়ে মারা হয়েছিল তাঁকে। উনি সেই জুতো মাথায় নিয়ে বলেছিলেন, ‘এটা আমার জীবনের সেরা পুরস্কার।’ ব্যক্তি বিকাশ রায়ের জীবনে তো তার কোনও প্রভাব পড়েনি। অথবা এতদিন ধরে যারা বিখ্যাত নেগেটিভ চরিত্র করছেন, তাদের তো প্রভাব পড়েনি। মানুষ আর অভিনয় দুটো সম্পূর্ণ আলাদা। অভিনয়টা খুব সৎ ভাবে করি। তার মানে এটা নয়, আমি মানুষটা এরকম। আমি সব সময় দর্শকদের বলি, আমি যেগুলো পর্দায় করি, আপনারা কিন্তু এটা করবেন না”। বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকেও