Suchismita Chowdhury: রিল থেকে রিয়েল লাইফ, শাশুড়ি হয়েও রূপ যেন ফেটে পড়ছে সুচিস্মিতার, রহস্য কী?

TV Actress: সুচিস্মিতা জানান, তিনি জীবনটাকে খোলামনে বাঁচতে ভালবাসেন। তিনি প্রতিটা মুহূর্তে নিজেকে সাজিয়ে রাখতেও তাই পছন্দ করেন।

Suchismita Chowdhury: রিল থেকে রিয়েল লাইফ, শাশুড়ি হয়েও রূপ যেন ফেটে পড়ছে সুচিস্মিতার, রহস্য কী?

| Edited By: জয়িতা চন্দ্র

Feb 07, 2023 | 12:45 PM

রিল লাইফ হোক বা রিয়েল লাইফ, অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury) ঝড়ের গতিতে ভাইরাল, কেবল মাত্রই তাঁর বোল্ড লুকেই। রূপের যাদুতে তিনি বারে বারে পর্দার দর্শকদের কুপোকাত করে থাকেন। না, কেবল পর্দায় সুন্দরী শাশুড়ির কাস্টিং-ই নয়, বরং ব্যক্তি জীবনেও ছেলের বিয়ে দিয়ে তিনি রীতিমত সংসার করছেন। তবে বয়স যেন তাঁর উল্টোপথেই হাঁটছে। দিদি নম্বর ওয়ান-এ এসে এমনই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী। রচনা বন্দ্যোপাধ্যায় খোলা মনে প্রশ্ন করে বসেন তাঁকে। জি বাংলার দিদি নম্বর ওয়ান-এ এসে তাই নিজের রূপের রহস্য ফাঁস করলেন নিজেই।

নিজেকে ধরে রাখতে তেমন কিছুই করেন না তিনি। সুচিস্মিতা জানান, তিনি জীবনটাকে খোলামনে বাঁচতে ভালবাসেন। তিনি প্রতিটা মুহূর্তে নিজেকে সাজিয়ে রাখতেও তাই পছন্দ করেন। তাঁর কাছে জীবনটা একটা উপহার। যার জন্য তিনি প্রতিটা পদক্ষেপে কৃতজ্ঞ। প্রতিটা মানুষ যদি এভাবে ভাবতে শুরু করেন, তবে জদীবনের সংজ্ঞাটাই পাল্টে যায়। যদিও মানুষই জীবনটাকে কঠিন করে তোলে। তিনি বাড়িতে দিব্যি আছেন। তাঁর পরিবারের সকলেই রান্না করতে পছন্দ করেন। তাই তিনি খাবার বিষয় খুব একটা হিসেবি নন।

তবে একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন, যে হাজার হোক, শরীরটা তো একটা যন্ত্র, তাই অযথা সেটাকে কষ্ট দিতে পছন্দ করেন না। সেই কারণে খুব একটা অনিয়ম তিনি করেন না। শরীর ফিট রাখতে প্রতিটা মুহূর্তে নিজের যত্ন করেন তিনি। এর বাইরে বিশেষ কিছু নয়। তিনি পজিটিভিতে বিশ্বাসী। তাই নিজেকে ধরে রাখতে তিনি প্রতিদিন সকালে ঘুম ভেঙে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানান। যা সকলের করা উচিত বলেই তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান।