Ghorer Bioscope: দর্শকদের বিচারে সেরা জুটি ‘সিধাই’, ‘মিঠাই’ বলে উঠলেন ‘জয় গোপাল’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 25, 2023 | 9:42 PM

Ghorer Bioscope: এই বিভাগে সেরার সেরা তকমা পেলেন কে জানেন? দর্শকদের কাছের 'সিধাই' অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। ব্যাপক ভোট পেয়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তাঁরাই।

Follow Us

 

তারায় ভরা শ্রাবণ সন্ধে। বিকেল হতেই হাজির হয়েছিলেন সকলেই। সেরা জুটি কে হবেন, তা নিয়ে চলছিল ফিসফাস, হাজারও আলোচনা। TV9 Bangla ঘরের বায়োস্কোপে সেরা জুটি (Best Couple) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টেলিপাড়ার চার জুটি। তাঁরা হলেন, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের জন্য অন্বেষা ও অভিষেক, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জন্য অঙ্কিতা ও সৌম্যদীপ, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের স্বস্তিকা ও দিব্যজ্যোতি এবং ‘মিঠাই’ ধারাবাহিক থেকে আদৃত ও সৌমিতৃষা কুন্ডু। আর এই বিভাগে সেরার সেরা তকমা পেলেন কে জানেন? দর্শকদের কাছের ‘সিধাই’ অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। ব্যাপক ভোট পেয়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তাঁরাই।

মঞ্চে উঠে আদৃতের দিকে তাকিয়ে সৌমিতৃষা বললেন, “এই যে মিঠাই যুগের আমরা অংশ হতে পেরেছি, সৌমিতৃষা থেকে মিঠাই হতে পেরেছি জি-বাংলার হাত ধরে। কর্মক্ষেত্রের শিকড় হল এই মিঠাই।” হেসে আদৃতও বললেন, “সিধাইকে এত ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।” নামার আগে ঠিক যেমন ধারাবাহিকে বলেন ঠিক তেমনই সৌমিতৃষাও বলে উঠলেন, “জয় গোপাল”। প্রসঙ্গত, গত তিন বছর ধরে গোটাটাই ছিল ‘মিঠাই’ যুগ। ভক্তদের উন্মাদনা এই ধারাবাহিককে নিয়ে আকাশছোঁয়া। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক, কিন্তু উত্তেজনায় এতটুকুও ভাঁটা পড়েনি। ‘মিঠাই’ আজও সবার মনে, ঘরের বায়োস্কোপে সেই প্রমাণই মিলল যেন।

 

 

তারায় ভরা শ্রাবণ সন্ধে। বিকেল হতেই হাজির হয়েছিলেন সকলেই। সেরা জুটি কে হবেন, তা নিয়ে চলছিল ফিসফাস, হাজারও আলোচনা। TV9 Bangla ঘরের বায়োস্কোপে সেরা জুটি (Best Couple) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টেলিপাড়ার চার জুটি। তাঁরা হলেন, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের জন্য অন্বেষা ও অভিষেক, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জন্য অঙ্কিতা ও সৌম্যদীপ, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের স্বস্তিকা ও দিব্যজ্যোতি এবং ‘মিঠাই’ ধারাবাহিক থেকে আদৃত ও সৌমিতৃষা কুন্ডু। আর এই বিভাগে সেরার সেরা তকমা পেলেন কে জানেন? দর্শকদের কাছের ‘সিধাই’ অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। ব্যাপক ভোট পেয়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তাঁরাই।

মঞ্চে উঠে আদৃতের দিকে তাকিয়ে সৌমিতৃষা বললেন, “এই যে মিঠাই যুগের আমরা অংশ হতে পেরেছি, সৌমিতৃষা থেকে মিঠাই হতে পেরেছি জি-বাংলার হাত ধরে। কর্মক্ষেত্রের শিকড় হল এই মিঠাই।” হেসে আদৃতও বললেন, “সিধাইকে এত ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।” নামার আগে ঠিক যেমন ধারাবাহিকে বলেন ঠিক তেমনই সৌমিতৃষাও বলে উঠলেন, “জয় গোপাল”। প্রসঙ্গত, গত তিন বছর ধরে গোটাটাই ছিল ‘মিঠাই’ যুগ। ভক্তদের উন্মাদনা এই ধারাবাহিককে নিয়ে আকাশছোঁয়া। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক, কিন্তু উত্তেজনায় এতটুকুও ভাঁটা পড়েনি। ‘মিঠাই’ আজও সবার মনে, ঘরের বায়োস্কোপে সেই প্রমাণই মিলল যেন।

 

Next Article