হাড্ডাহাড্ডি লড়াই, কে হবেন সেরার সেরা? পাঁচতারায় থিকথিকে ভিড়। TV9 Bangla ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা মহিলা পার্শ্বচরিত্র (Best Supporting Actress TV Serial)-এ কে সেরা হবেন, কে পাবেন পুরস্কার পাবেন, তা নিয়েও ভক্তদের মনে চলছিল নানা দ্বন্দ্ব। শুধু কি তাই? সামাজিক মাধ্যমের পাতাতেও চলছিল জোর তর্কাতর্কি। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সময়। এই সেই মুহূর্ত। মঞ্চে তখন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ম্যাজিশিয়ান পি.সি সরকার ও বস্ত্র-ব্যবসায়ী স্বর্ণালী কাঞ্জিলাল, পুরস্কার দেওয়ার জন্য ডাক পড়ল তাঁদের। একই সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ভেসে এল মনোনয়নও।
কে কে মনোনীত ছিলেন এই বিভাগে? তালিকায় ছিলেন, ‘টুম্পা অটোওয়ালি’ থেকে দোলন রায়, ছিলেন ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে শ্রীমা ভট্টাচার্য, ‘খেলনাবাড়ি’ থেকে অস্মিতা চক্রবর্তী ও ‘জগদ্ধাত্রী’ থেকে রূপসা চক্রবর্তী। এই বিভাগে সেরার সেরা হিসেবে নির্বাচিত হলেন রূপসা চক্রবর্তী। মঞ্চে উঠে তিনি বললেন, “ধন্যবাদ, দর্শক ও টিভিনাইন বাংলাকে। আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি কৌশিকীর জন্য, আর এই চরিত্রটা তৈরি করেছে স্বামী স্নেহাশিস চক্রবর্তী, ও আজকে এখানেই নেই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ধন্যবাদ আর অনেক অনেক ভালবাসা…। খুব ভাল থাকবেন। আর এভাবেই আশীর্বাদ করবেন।” মঞ্চ ফেটে পড়ল হাততালিতে। রূপসার চোখ মুখেও উপচে পড়ছে খুশি।
হাড্ডাহাড্ডি লড়াই, কে হবেন সেরার সেরা? পাঁচতারায় থিকথিকে ভিড়। TV9 Bangla ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা মহিলা পার্শ্বচরিত্র (Best Supporting Actress TV Serial)-এ কে সেরা হবেন, কে পাবেন পুরস্কার পাবেন, তা নিয়েও ভক্তদের মনে চলছিল নানা দ্বন্দ্ব। শুধু কি তাই? সামাজিক মাধ্যমের পাতাতেও চলছিল জোর তর্কাতর্কি। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সময়। এই সেই মুহূর্ত। মঞ্চে তখন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ম্যাজিশিয়ান পি.সি সরকার ও বস্ত্র-ব্যবসায়ী স্বর্ণালী কাঞ্জিলাল, পুরস্কার দেওয়ার জন্য ডাক পড়ল তাঁদের। একই সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ভেসে এল মনোনয়নও।
কে কে মনোনীত ছিলেন এই বিভাগে? তালিকায় ছিলেন, ‘টুম্পা অটোওয়ালি’ থেকে দোলন রায়, ছিলেন ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে শ্রীমা ভট্টাচার্য, ‘খেলনাবাড়ি’ থেকে অস্মিতা চক্রবর্তী ও ‘জগদ্ধাত্রী’ থেকে রূপসা চক্রবর্তী। এই বিভাগে সেরার সেরা হিসেবে নির্বাচিত হলেন রূপসা চক্রবর্তী। মঞ্চে উঠে তিনি বললেন, “ধন্যবাদ, দর্শক ও টিভিনাইন বাংলাকে। আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি কৌশিকীর জন্য, আর এই চরিত্রটা তৈরি করেছে স্বামী স্নেহাশিস চক্রবর্তী, ও আজকে এখানেই নেই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ধন্যবাদ আর অনেক অনেক ভালবাসা…। খুব ভাল থাকবেন। আর এভাবেই আশীর্বাদ করবেন।” মঞ্চ ফেটে পড়ল হাততালিতে। রূপসার চোখ মুখেও উপচে পড়ছে খুশি।