Ghorer Bioscope Award 2023: স্বপ্ন সত্যি হল সুকৃতের, খুশিতে কী বললেন অভিনেতা?

Sukrit Saha: মঞ্চ থেকে তাঁর নাম ডেকে নেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। নাম ডাকতেই তাঁর চোখে-মুখে ফুটে ওঠে এক নিষ্পাপ হাসি। মাকে সঙ্গে করে, চোখে একরাশ স্বপ্ন নিয়ে এসেছিল ছেলেটা।

Ghorer Bioscope Award 2023: স্বপ্ন সত্যি হল সুকৃতের, খুশিতে কী বললেন অভিনেতা?
অ্যাওয়ার্ড হাতে সুকৃত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 6:59 PM

শহরের পাঁচতারা হোটেলে বসেছিল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩-এর আসর। টলিউডের তারাদের সমাগমে ভরেছিল অনুষ্ঠান প্রাঙ্গন। এ ছিল তারাদের সম্মানিত করারই এক প্রয়াস। অনুষ্ঠান শুরুতেই বেছে নেওয়া হয় মেগা সিরিয়ালের আবির্ভাবেই চমক পুরুষকে(Best Debutant Male Mega Serial)। কার হাতে উঠল এই শিরোপা?

নায়ক হবার স্বপ্ন নিয়ে টলিপাড়ায় আসেন হাজার-হাজার ছেলেমেয়ে। তবে স্বপ্ন সত্য়ি হয় গুটিকয়েকের। ঠিক এমনই সদ্য অভিষেক হওয়া সেরা নায়ককে বেছে নিলাম আমরা। এই বিভাগে মনোনিত ছিলেন জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সৌম্যদীপ মুখার্জি, আকাশ আটের ধারাবাহিক ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’-এর সাফল্য় দেবনাথ, স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক থেকে সুকৃত সাহা, কলরস বাংলার ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের রাহুল গাঙ্গুলি।

আবির্ভাবেই চমক পুরুষ (Best Debutant Male Mega Serial) বিভাগে পুরস্কার জিতে নেন স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ ধারাবাহিক খ্যাত সুকৃত সাহা। মঞ্চ থেকে তাঁর নাম ডেকে নেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। নাম ডাকতেই তাঁর চোখে-মুখে ফুটে ওঠে এক নিষ্পাপ হাসি। মাকে সঙ্গে করে, চোখে একরাশ স্বপ্ন নিয়ে এসেছিল ছেলেটা। সেই স্বপ্ন সত্যি হওয়ার স্বাদ স্পষ্ট দেখা গেল তাঁর মুখে। সুকৃতকে পুরষ্কৃত করার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, পরিচালক প্রবীর সাহা ও অভিনেতা নৃত্য়শিল্পী অলকানন্দা রায়। সুকৃতের হাতে পুরষ্কারটি তুলে দেন অলকানন্দা রায়। শাশ্বত বলেন, “জীবনের প্রথম অ্যাওয়ার্ড। ও এটা সারাজীবন মনে রাখবে। ওর বয়সে আমি ঠিক করে কথাও বলতে পারতাম না।”

অন্যদিকে পুরস্কার পেয়ে আবেগে ভাসেন সুকৃত। অল্প কথায় শুধু বলেন, “এই অ্যাওয়ার্ডের জন্য আমি সবার প্রথম ধন্যবাদ জানাতে চাই TV9 বাংলাকে। আর ধন্যবাদ জানাই আমার পরিবার ও সহকর্মীদের।” এতটাই আবেগে ভাসছিল সে, যে আর কিছু ব্যক্ত পর্যন্ত করতে পারেননি।