Best Actress: ধারাবাহিকের সেরা অভিনেত্রী সৌমিতৃষা, জীবনের প্রথম পুরষ্কার পেয়ে আবেগে ভাসলেন স্বস্তিকা
Best Actress: টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ড শোয়ে বেছে নেওয়া হল দুই অভিনেত্রীকে। জুরি বিচারে সেরা, দর্শক বিচারে সেরা (ভোটের মাধ্যমে নির্বাচিত), এই দুই বিভাগে সেরার সেরা হলেন কে বা কারা?
বাংলা ধারাবাহিক বর্তমানে বেশ কিছুটা নারী কেন্দ্রীক। গত কয়েকবছর ধরেই এমন বেশ কয়েকটি ধারাবাহিককে সামনে উঠে আসতে দেখা গিয়েছে, যার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তাঁকে কেন্দ্র করেই বাড়তে থাকে গল্প। আর যদি টিআরপির তালিকায় নজর রাখা যায়, তবে এই নারী কেন্দ্রীক গল্প নির্ভর ধারাবাহিকই প্রথমস্থানে বেশি জায়গা করে নিচ্ছে। তাই ধারাবাহিকে অন্যতম প্রাণকেন্দ্রই হল অভিনেত্রী। এবার টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ড শোয়ে বেছে নেওয়া হল দুই অভিনেত্রীকে। জুরি বিচারে সেরা, দর্শক বিচারে সেরা (ভোটের মাধ্যমে নির্বাচিত), এই দুই বিভাগে সেরার সেরা হলেন কে বা কারা?
পুরস্কার হাতে তুলে দিতে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও TV9 গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বরুণ দাস। সঙ্গে উপস্থিত হলেন মঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জুরি নির্বাচনে ধারাবাহিকের অভিনেত্রীদের মধ্যে সেরা হলেন সৌমিতৃষা কুণ্ডু (ধারাবাহিক মিঠাই), চরিত্রের নাম মিঠাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রমাণ করে পুরষ্কার নিলেন তিনি। পুরষ্কার তুলে দিলেন তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বরুণ দাস।
অন্যদিকে জুরিদের বিচারে সেরা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (ধারাবাহিক– অনুরাগের ছোঁয়া)। তিনিও পুরষ্কার নিলেন তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বরুণ দাসের হাত থেকে। জীবনে প্রথম পুরস্কার হাতে নিয়ে স্বস্তিকা জানালেন, ‘দর্শকদের ধন্যবাদ স্বস্তিকা ঘোষকে এত ভালবাসা দেওয়ার জন্য। অনুরাগের ছোঁয়া পুরো টিমকে ধন্যবাদ। আজকে অনুরাগের ছোঁয়া গোটা টিম আমাকে সাপোর্ট না করলে স্বস্তিকা ঘোষ দীপা হয়ে উঠতে পারত না। আমি বিশেষ ধন্যবাদ জানাব আমাদের টিমের ক্যাপটেন, ডিরেকটর অনুপমদাকে। প্রত্যেকটা মুহূর্তে তুমি যেভাবে আমাকে সাপোর্ট করেছ, যেভাবে আমাকে শেখাচ্ছো, আজকে তুমি না থাকলে হয়তো দীপা তৈরি হতে পারত না। অনেক ধন্যবাদ সন্দীপদাকে, অদিতিদিকে। অবশ্যই ধন্যবাদ জানাব আমার সহঅভিনেতা দিব্যজ্যোতিকে। আর আমি আজ যে দুটো নাম নিচ্ছি, তাঁরা না থাকলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ধন্যবাদ মা-বাবা, তোমরা না থাকলে আজ এই অ্যাওয়ার্ডটা আমার হাতে থাকত না।’