সাতপাকে বাঁধা পরলেন ত্বরিতা-সৌরভ, দেখুন বিয়ের অ্যালবাম

গত ১৩ জানুয়ারি সঙ্গীত, ১৪ জানুয়ারি আইবুড়োভাত এবং মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। বিয়ের দিন বর-কনেকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন ডিজাইনার অভিষেক রায়।

সাতপাকে বাঁধা পরলেন ত্বরিতা-সৌরভ, দেখুন বিয়ের অ্যালবাম
নবদম্পতি।
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 5:18 PM

টলিউডের বিয়ের মরসুমে শুক্রবার সন্ধেয় সাতপাকে বাঁধা পরলেন ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee) এবং জুপিটার বন্দ্যোপাধ্যায়। দু’জনেরই নেশা এবং পেশা অভিনয় (Actress)। জুপিটার অর্থাৎ সৌরভের পারিবারিক পরিচয় হল, তিনি অভিনেতা তরুণকুমারের নাতি। টলি পাড়ার বহু চেনা মুখ নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন।

গত ১৩ জানুয়ারি সঙ্গীত, ১৪ জানুয়ারি আইবুড়োভাত এবং মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। বিয়ের দিন বর-কনেকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন ডিজাইনার অভিষেক রায়।

View this post on Instagram

A post shared by Gourab Chatterjee (@baruog)

লাল বেনারসি। পাড়ে জমকালো সিকোয়ন্সের কাজ। ভারী সোনার গয়না। নজরকাড়া নথ, হালকা চন্দনের সাজে বিয়ের মন্ডপ পর্যন্ত পিঁড়িতে করে এসেছিলেন ত্বরিতা। ঘিয়ে রঙা পাঞ্জাবীতে বরের বেশে সৌরভ বিএমডব্লিউ চড়ে হাজির হয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে নিমন্ত্রিতের তালিকা ছোট ছিল। তবুও পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

View this post on Instagram

A post shared by Gourab Chatterjee (@baruog)

ত্বরিতার প্রিয় বন্ধু অভিনেত্রী সন্দীপ্তা সেন বিয়ের দিন সকাল থেকেই হাজির ছিলেন হলুদ শাড়িতে। রাতেও তাঁর পরনে ছিল হলুদ সিল্ক। সন্দীপ্তার সঙ্গে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ও। সদ্য বিবাহিত গৌরব-দেবলীনা বেছে নিয়েছিলেন কালো রং। কালো শাড়ি, হিরের গয়নায় দেবলীনা সকলের নজর কেড়ে নিয়েছিলেন। কালো পাঞ্জাবিতে গৌরবও ছিলেন সকলের থেকে আলাদা।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

গৌরবের দিদি অভিনেত্রী নবমিতার সঙ্গে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বটে, তবে ভাস্বর পারিবারিক বন্ধু। তাই সৌরভ-ত্বরিতাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তিনি। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণিতে গদাধর চট্টোপাধ্যায়ের শাশুড়ি অর্থাৎ সারদাদেবীর মায়ের ভূমিকায় অভিনয় করছেন ত্বরিতা। সে কারণে রাসমণি টিমের প্রায় সব সদস্যই হাজির ছিলেন তাঁর বিয়েতে।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

পোলাও, কচুরি, মাংস, জিলিপির মতো বিভিন্ন পদ ছিল অতিথিদের জন্য। আগামী ১৭ জানুয়ারি রিসেপশন। এবার তার তোড়জোড় শুরু করছেন সকলে।

আরও পড়ুন, ‘উইল ইউ ম্যারি মি’, কাকে বললেন শ্রীলেখা মিত্র?