চুরির অভিযোগে গ্রেফতার দুই টেলিভিশন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 18, 2021 | 4:05 PM

পুলিশ সূত্রে খবর, সুরভীর বয়স ২৫ বছর এবং মোসিনার বয়স ১৯ বছর। লকডাউনের জেরে হঠাৎই ‘সাবধান ইন্ডিয়া’র শুটিং বন্ধ হয়ে যাওয়ায় থাকার জায়গা খুঁজছিলেন ওই দু’জন। এ

চুরির অভিযোগে গ্রেফতার দুই টেলিভিশন অভিনেত্রী
২১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। (প্রতীকী ছবি)

Follow Us

চুরির অভিযোগে টেলিভিশন ধারাবাহিক ‘সাবধান ইন্ডিয়া’র দুই অভিনেত্রীকে গ্রেফতার করল মুম্বইয়ের আরে থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। অভিযোগ, রুমমেটের থেকে তিন লক্ষ ২০ হাজার টাকা চুরি করেছেন সুরভী শ্রীবাস্তব এবং মোসিনা মুখতার শেখ নামের ওই দুই অভিনেত্রী। আগামী ২৩ জুন পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সুরভীর বয়স ২৫ বছর এবং মোসিনার বয়স ১৯ বছর। লকডাউনের জেরে হঠাৎই ‘সাবধান ইন্ডিয়া’র শুটিং বন্ধ হয়ে যাওয়ায় থাকার জায়গা খুঁজছিলেন ওই দু’জন। একজন এস্টেট এজেন্টের সঙ্গে তাঁরা একই ঘরে ভাড়া থাকতে শুরু করেন। আরে মিল্ক কলোনির রয়্যাল পাল্ম এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন তাঁরা।

গত ১৮মে থেকে নতুন জায়গায় সুরভী এবং মোসিনা আরও এক সদস্যের সঙ্গে থাকতে শুরু করেন বলে জানিয়েছে পুলিশ। আরে থানার এক পুলিশ কর্তা সাংবাদিকদের বলেন, “আগে থেকে যে মহিলা থাকতেন, তিনি তিন লক্ষ ২০ হাজার ক্যাশ টাকা ওই বাড়ির লকারে রেখেছিলেন। সুরভী এবং মোসিনা ওই টাকা চুরি করে বাড়ি ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ দায়ের হয়।”

ওই নির্দিষ্ট বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দুই অভিযুক্তকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার নবি মুম্বই থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। জেরায় দুই অভিযুক্ত নিজেদের দোষ স্বীকার করেছে বলে খবর। পুলিশ জানিয়েছেন, শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়ে ওই কাজ করেছে বলে সুরভী এবং মোসিন জানিয়েছেন।

আরও পড়ুন, মুক্তির আগেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মানিত সুদীপ্তা-কনীনিকার ‘পরিচয়’

Next Article