বিয়ে করছেন , কাউকে টের পেতে দেননি। জাঁকজমকের বিয়েও করেননি তাঁরা। ছিমছাম ভাবে কার্যত সবাইকে লুকিয়েই টুক করে বিয়ে সেরে ফেলেছিলেন উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। উল্টো রথের দিন অর্থাৎ ২৮ জুন বিয়ে করেন তাঁরা। এবার পালা হনিমুনের। দু’জনেই কাজ করেন, দু’জনেই প্রতিষ্ঠিত। তাই চাইলেই যেতে পারতেন বিদেশ, অথবা দেশের মধ্যেই কোনও বিলাসবহুল জায়গায়। কিন্তু না, সে পথে হাঁটলেন না ওঁরা। বরং দু’জনে মিলে চলে গেলেন দার্জিলিং জেলার রহস্যে ঘেরা পাহাড়ি গ্রাম তাকদাহতে। কুয়াশা আর পাইনের বনে জমল প্রেম। না, একা যাননি স্বামী-স্ত্রী, বরং বন্ধুদের দল নিয়ে হাজির সেখানে। আগামী দু’দিন সেখানেই কাটবে তাঁদের দিন। শহুরে ব্যস্ততা ছেড়ে, ইট কাঠ-পাথরের কঙ্কাল পেরিয়ে প্রকৃতির মাঝে এক হবেন তাঁরা।
প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন উদয় প্রতাপ ও অনামিকা। তবে অনামিকাই উদয়ের জীবনে প্রথম নারী নন। এর আগে সৃজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সৃজিতা ইন্ডাস্ট্রির অংশ নন। তিনি ছিলেন উদয়ের স্কুলের বন্ধু। বহুজাতিক সংস্থায় কাজ করা সৃজিতার সঙ্গে যদিও ব্রেকআপ হয়ে যায় উদয়ের। তবে আপাতত এ সব অতীত, আপাতত দু’জন মজে দু’জনায়। উল্লেখ্য, উদয়-অনামিকার বিয়ের সাজ কিন্তু বাকি সেলেবের থেকে ছিল একেবারেই আলাদা। হ্যাঁ, জমকালো পোশাকের দিকে তাঁরা যাননি। এমনকি গয়নাও ছিল একেবারে ছিমছাপ। বলিউডের হালফিলের নায়িকারা বিয়ের দিন হালকা রঙের পোশাকই বেছে নিচ্ছিলেন বিগত বেশ কিছু সময় ধরেই। তা সে অনুষ্কা শর্মাই হন অথবা কিয়ারা আডবাণী বা আলিয়া ভাট। উদয়-অনামিকাও সেই ট্রেন্ডেই ভাসিয়েছিলেন গা।