Tollywood Gossip: ‘এর বেশি কী চাই?’, পাহাড়ের কোলে উদয়-অনামিকার ‘লিপলক’, ছবি দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 03, 2023 | 7:13 PM

Tollywood Gossip: প্রসঙ্গত, হনিমুনে একা যাননি উদয়-অনামিকা। সঙ্গে গিয়েছেন তাঁদের বন্ধুরাও। আপাতত কাজ থেকে ছুটি। চুটিয়ে উপভোগ করছেন এই অলস সময়।

Tollywood Gossip: এর বেশি কী চাই?, পাহাড়ের কোলে উদয়-অনামিকার লিপলক, ছবি দেখেছেন?

Follow Us

 

 

বিয়ে করেছিলেন চুপিসারে। বিয়ে যে করছেন তা টের পায়নি কেউই। বিয়ের কিছু দিনের মধ্যেই মধুচন্দ্রিমা যাপনে হাজির হয়েছেন পাহাড়ে। কথা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিংয়ের। পাহাড়ের গাঢ় হল তাঁদের প্রেম। অনামিকা আর উদয়ের ঠোঁটঠাসা চুমুই এখন ট্রেন্ডিং সামাজিক মাধ্যমে। আদরে মাখামাখি তাঁদের ছবি। উদয়কে জড়িয়ে ছবি শেয়ার করে অনামিকা লেখেন, “আমার কাছে কী আসবে তা আগেই ভেবে নিয়েছিলাম, আর আজ তুমি আমার কাছে, এই পাহাড়ের মাঝে। এর থেকে বেশি আর কী চাই? আমি যা চেয়েছি, তার থেকে অনেক বেশি পেয়েছি। আগামী দিনগুলো যাতে এভাবে শান্তির সঙ্গে কাটাতে পারি।” চাইলেই দেশের বাইরে ছুটি কাটাতে পারতেন তাঁরা। কিন্তু বেছে নিয়েছেন, উত্তর বঙ্গকেই।

প্রসঙ্গত, হনিমুনে একা যাননি উদয়-অনামিকা। সঙ্গে গিয়েছেন তাঁদের বন্ধুরাও। আপাতত কাজ থেকে ছুটি। চুটিয়ে উপভোগ করছেন এই অলস সময়। উল্লেখ্য, উদয়-অনামিকার বিয়ের সাজ কিন্তু বাকি সেলেবের থেকে ছিল একেবারেই আলাদা।  জমকালো পোশাকের পরেননি তাঁরা। এমনকি গয়নাও ছিল একেবারে ছিমছাম। অনামিকাই উদয়ের জীবনে প্রথম নারী নন। এর আগে সৃজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও তাঁদের প্রেম টেকেনি, এখন শুধু তাঁর মন জুড়ে অনামিকা। তাঁদের দু’জনকে অনেক শুভেচ্ছা।

 

 

 

 

 

Next Article