Uorfi Javed: ‘অন্যকে নগ্ন করে আমার পোশাক নিয়ে কথা বলবেন না পর্ন কিং’, রাজ কুন্দ্রাকে একহাত উরফির
Raj Kundra: রাজ কুন্দ্রার মন্তব্য শুনে বেজায় চটেছেন উরফি জাভেদ। এক হাত নিয়েছেন তিনি। রাজকে সরাসরি 'পর্ন কিং'-এর তকমা দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, "অন্যকে নগ্ন করে পয়সা রোজগার করেন আপনি। আমার পোশাক নিয়ে মন্তব্য় করছেন। ক্ষমা করবেন। সরি, ক্ষমা চাইছি না পর্ন কিং।"
২০২১ সালের এক সোমবারের বিকেলে হঠাৎই মুম্বইয়ের বাংলো থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরির মূল ষড়যন্ত্রী এবং সেই ধরনের ভিডিয়ো তৈরি করে বিক্রি করেন একটি সাইটে। এই ঘটনার পর ঝড় ওঠে শিল্পার জীবনে। টানা দু’মাস মুম্বইয়ে আর্থার রোডের জেলে কাটিয়েছেন রাজ। এমনটাও বলা হয় তিনি নাকি নির্দোষ। তারপর থেকে বিচিত্র প্রকৃতির মাস্ক পরে রাস্তাঘাটে দেখা যায় রাজকে। এবার একটি স্ট্যান্ড আপ কমেডি সেশনে অংশ নিয়েছিলেন রাজ। এবং তাতে তিনি কটাক্ষ করেন উরফি জাভেদকে। এই ঘটনায় রাজের উপর ভীষণই বিরক্ত হন উরফি। ইনস্টাগ্রাম স্টোরিতে এসে উরফি তাঁকে ‘পর্ন কিং’ তকমা দিতেও ছাড়েন না।
কমেডি পর্বেও মুখে অদ্ভুত দেখতে মাস্ক পরে এসেছিলেন রাজ। পর্ন-কাণ্ডে জড়িয়ে পরার ঘটনাকে মস্করার করে উরফি সম্পর্কে তিনি বলেন, “এই দু’বছরে কেউ যদি আমাকে ভালবেসে থাকেন, তা হল পাপারাৎজ়ি। তাঁদের কাছে কেবল দু’জনই স্টার – এক আমি, অন্যজন উরফি। মিডিয়া এটাই দেখেন, রাজ কুন্দ্রা কী পরেছেন এবং উরফি জাভেদ কোনওদিনও কোন পোশাক পরবেন না।”
এই মন্তব্য শুনে বেজায় চটেছেন উরফি। এক হাত নিয়েছেন তিনি। রাজকে সরাসরি ‘পর্ন কিং’-এর তকমা দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “অন্যকে নগ্ন করে পয়সা রোজগার করেন আপনি। আমার পোশাক নিয়ে মন্তব্য় করছেন। ক্ষমা করবেন। সরি, ক্ষমা চাইছি না পর্ন কিং।”