Uorfi Javed: জাভেদ আখতারের কাছে সম্পত্তির ভাগ দাবি করলেন উরফি!
Uorfi Javed: চর্চায় থাকেন উরফি জাভেদ। পাত্তা দেন না ট্রোলিংকেও। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়েছিল উরফি জাভেদের। নিজের পরিচয় দেওয়ার পরেই তাঁর কাছ থেকে সম্পত্তির ভাগ চেয়ে বসলেন সোশ্যাল মিডিয়ার এই সেনসেশন। কিন্তু কেন? জাভেদ আখতারের সঙ্গে তাঁর কী সম্পর্ক? ব্যাপারটা একটু পুরনো, গত বছরের। গত বছরে হঠাৎ করেই রটে যায়, জাভেদ আখতার আর উরফি জাভেদ নাকি আত্মীয়। তাঁদের দুজনের নামের মধ্যেই রয়েছে জাভেদ, সেখান থেকেই এই বিভ্রান্তির সূত্রপাত। যদিও উরফি জানিয়েছিলেন, তিনি জাভেদ আখতারকে ব্যক্তিগত ভাবেই চেনেন না, সেখানে আত্মীয় হওয়া তো অনেক দূরের কথা। দিন কয়েক আগেই জাভেদ আখতারের সঙ্গে দেখা হয় উরফির। জাভেদ আখতারের সঙ্গে দেখা হতেই উরফির মজার মন্তব্য, ‘দাদুর সঙ্গে দেখা হল’। জাভেদের সঙ্গে হাসিমুখে ছবি শেয়ার করে তিনি আরও লেখেন, “অবশেষে আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন লেজেন্ড। সবাই সেলফির জন্য দাঁড়িয়েছিল তিনি কাউকেই ফেরাননি। সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছিলেন। উনি খুবই উষ্ণ, আমার দারুণ লেগেছে।” মানুষ হিসেবে কেমন লেগেছে তাঁকে? পাপারাৎজি তাঁকে এ প্রশ্ন করতেই তাঁর আরও সংযোজন, “আমার সঙ্গে অনেক কথা বলেছেন। আমার ফ্লাইটেই ছিলেন। খুব ভাল উনি। আমি তো বলেই দিয়েছি, আপনি জানেন তো আমি আপনার নাতনি? আপনার সম্পত্তির ভাগ কিন্তু আমার। তিন ভাগের এক ভাগ আমি নেব।” জাভেদ আখতারের আরও দুই নাতনি রয়েছে। তাই খানিক রসিকতা করেই উরফির এই মজার মন্তব্য।
চর্চায় থাকেন উরফি জাভেদ। পাত্তা দেন না ট্রোলিংকেও। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কোনওদিন পোশাক নিয়ে অপ্রস্তুত অবস্থার মধ্যে তাঁকে কি পড়তে হয়েছে? উরফি উত্তরে জানিয়েছিলেন, তাঁর যা রয়েছে বাকিদেরও তাই রয়েছে। তাই লজ্জা বা অপ্রস্তুত অবস্থার মধ্যে মোটেও পড়তে হয় না তাঁকে। তিনি আরও বলেন, “আত্মীয়রা আমায় নিয়ে কী বলে, আমার কিচ্ছু যায় আসে না”।
কিছু দিন আগে তিনি এমন এক পোস্ট করেন যা নিয়ে চতুর্দিকে হয় তুমুল হইচই। নগ্ন হয়ে ছবি পোস্ট করেছিলেন উরফি। দুটো হাত তাঁর স্তন ঢেকে হয়েছে। কার হাত তা যদিও রহস্য! আর এই ছবি দেখেই ওঠে তীব্র প্রতিবাদের ঝড়। বাদ দিয়ে দেওয়া হোক উরফিকে, করে দেওয়া হোক ব্যান– উঠেছে এমন দাবিও। উরফি যদিও নিরুত্তাপ। তাঁকে নিয়ে আলোচনা হোক– এমনটাই চান তিনি।