Viral Urfi Javed: অঙ্গে নেই পোশাক, শুধু গহনা পরেই রাস্তায় উরফি, নগ্নতা নিয়ে চরম কটাক্ষের পরও এ কী করলেন?

Urfi Javed: ফ্যাশন সম্পর্কেও তিনি জানান, অনেকেই তাঁর পোশাককে উগ্র ও অশ্লীল বলে মনে করেন।

Viral Urfi Javed: অঙ্গে নেই পোশাক, শুধু গহনা পরেই রাস্তায় উরফি, নগ্নতা নিয়ে চরম কটাক্ষের পরও এ কী করলেন?
উরফি জাভেদ- একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 8:59 AM

বি-টাউনের ভাইরাল কুইন উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই চর্চার কেন্দ্রে জায়গা করে নেন। নয় তাঁর পোশাক নয় তাঁর কমেন্ট যে কোন বিষয়, নেটপাড়ার কাছে মুচমুচে চর্চার প্রসঙ্গ হয়ে ওঠে পলকে। তবে যেখানে উরফিকে পোশাক পরার অনুরোধ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া, সেখানেই উরফি জাভেদ কয়েকদিন আগে এমন পোশাক পরে হাজির হয়েছিলেন সমুদ্র সৈকতে। পোস্ট দেখামাত্রই ভক্তদের চক্ষু চড়ক গাছ। কেউ কেউ বললেন– উরফির কি তবে পোশাক সম্পর্কে ধারণাটাই পাল্টে গিয়েছে? কোথায় কী পড়তে হয়, তা কি তিনি ভুলে বসেছেন। এক সপ্তাহ আগে উরফি জাভেদ একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় সমুদ্র সৈকতে তিনি সর্বস্ব ঢেকে একটি সালোয়ার কামিজ করে ঘুরে বেড়াচ্ছেন। তবে সে সুখ নেটিজ়েনদের বেশিদিন স্থায়ী হল না।

কয়েকদিন আগেই তাঁকে নগ্নতা প্রসঙ্গে কটাক্ষের শিকার হতে হয়েছিল। বর্তমানে উরফি জাভেদ ফ্যাশন স্টেটমেন্ট-এর পাশাপাশি প্লিট্সভিলা ডেটিং শো-এর জন্যও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। এমটিভি খ্যাত এই ডেটিং শো বরাবরই বেশ চর্চিত নেটপাড়ায়। এই ডেটিং শো-এর চলতি সিজনের শুরুতেই উপস্থিত থাকতে দেখা যায় উরফি জাভেদকে। যদি উরফি এই শো-এর প্রতিযোগী ছিলেন না।

বেশ কয়েকটা এপিসোড-এর পর জানা যায় তিনি শো-তে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। তবে এই শোতে এসে যে টুকু ফ্রেমবন্দি হয়েছেন উরফি, সেখানে তিনি বারে বারে একটি বার্তা তাঁর ভক্তদের দিতে চেয়েছেন, তাঁর সম্পর্কে যা শোনা যায়, যেটুকু মন্তব্য করা হয়, সবটা সত্যি নয়। ফ্যাশন সম্পর্কেও তিনি জানান, অনেকেই তাঁর পোশাককে উগ্র ও অশ্লীল বলে মনে করেন।

তবে তিনি নগ্নতাকে প্রচার করেন না, তবে কেন আবার এ পোশাক, প্রশ্ন তুলল নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। উরফির উর্ধাঙ্গে থাকল না পোশাক, কেবল গহনা দিয়ে ঢাকা থাকল স্তন। এই ভিডিয়ো দেখা মাত্রই আবারও শুরু নেটপাড়ায় উরফিকে ঘিরে চর্চা।