সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। স্পষ্ট উরফি জাভেদ এবার আক্রমণ করে বসলেন বলিউডের স্টারকিডদের। কে বলেছেন নেপোটিজ়ম নেই? প্রশ্ন তুললেন এবার উরফি। তিনি জানান, যাঁরা বলেন নেপোটিজ়ম নেই, তাঁরা নিজেরাই নেপোটিজ়মের উদাহরণ। কারণ তাঁরা একটা খারাপ ছবি করলেও কেরিয়ার থেকে থাকে না। উল্টে বারে বারে ছবি থেকে ডাক আসে। আর বহিরাগতদের ক্ষেত্রে বিষয়টা উল্টো। একটা ছবি খারাপ হওয়া মানেই আর প্রস্তাব আসে না। স্পষ্ট জানান উরফি জাভেদ, যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শোরগোল বর্তমান।
উরফি জাভেদ বরাবরই স্পষ্টবাদী। একের পর এক কমেন্ট ঘিরে মাঝে মধ্যেই তাঁকে ভাইরাল হতে দেখা যায়। কোথাও গিয়ে যেন তিনি চেনা ছন্দে প্রতিবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। সম্প্রতি উরফি জাভেদকে রিয়্যালিটি শো-এর অংশ হতে দেখা যায়। স্প্লিটস ভিলা ১৪-এ দেখা যায় তাঁকে। শুরু থেকেই তাঁর সঙ্গে কাশিসের খুব ভাল বন্ডিং তৈরি হয়। এই শো-তেই তিনি এখন সকলের নজরের কেন্দ্রে।
উরফি জাভেদ একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর। বর্তমানে তিনি পাল্টা ঘুরে দাঁড়িয়ে পর্তিবাদ করতে যে শিখে গিয়েছেন, তা প্রমাণিত।