Urfi Javed: ‘আমার সংস্কার-সংস্কৃতির জ্ঞান অন্যের চেয়ে অনেক বেশি’: অকপট উরফি
Viral News: সম্প্রতি তাঁর পোশাক নিয়ে বেশ কিছু মহল শালিনতার প্রসঙ্গ তোলেন। অনেকেই অভিযোগ করে জানান, তিনি ভারতের সংস্কৃতি সংসাকর নষ্ট করছেন।
উরফি জাভেদ, কেরিয়ারের শুরু থেকেই নিজের দাপটে মায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। উরফি কথায়, তাঁর পোশাক নিয়ে যখন বিভিন্ন মহলে তর্জা তুঙ্গে, ঠিক তখনই উরফি জাভেদ ঠিক করেন, যা দিয়ে তিনি পরিচিতি পাচ্ছেন, তা নিয়ে তাঁর মনে কোনও আক্ষেপ নেই। উরফির কথায়, মানুষের কটাক্ষ ভালবাসাই তাঁকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। উরফি প্রথম থেকেই চেয়েছিলেন ছবি করতে। অনেক দরজায় দরজায় একটা সময় ঘোরার কথা বলেছিলেন ভাইরাল কুইন উরফি জাভেদ। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কারণ একটাই তাঁর পোশাক দেখে অনেকেই তাঁকে অন্যস্বাদের ছবি বা চরিত্র অফার করত, যাতে ঘোর আপত্তি ছিল তাঁর।
সম্প্রতি তাঁর পোশাক নিয়ে বেশ কিছু মহল শালিনতার প্রসঙ্গ তোলেন। অনেকেই অভিযোগ করে জানান, তিনি ভারতের সংস্কৃতি সংসাকর নষ্ট করছেন। এর উত্তরে এবার মুখ খোলেন উরফি জাভেদ। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেও এমনটা করছেন না। করার কোনও কারণই নেই। তিনি বরং অন্যের থেকে সংস্কারটা খুব ভাল বোঝেন। মানুষ তাঁকে যেভাবে দেখতে পছন্দ করেন, সেভাবে নিজেকে সাজানোর পক্ষপাতী তিনি নন। বরং তাঁর নিজের যেটা ভাল লাগে তিনি সেটাই করে থাকেন বলেই দাবি করেন। পোশাক কখনই কারও সংস্কার নষ্ট করতে পারে না বলেই স্পষ্ট মন্তব্য করেন উরফি।
প্রসঙ্গত, তিনি এর আগেই জানিয়েছেন, তামাম দুনিয়া তাঁকে নিয়ে কী ভাবে, তা তিনি একেবারেই পাত্তা দিতে চান না। এমনকি তাঁর পোশাকে নিত্যনতুন পরীক্ষানিরীক্ষা নিয়েও যারা নেতিবাচক মন্তব্য করেন তাঁদেরও পাত্তা দিতে চান না উরফি। তাঁর বক্তব্য, “পয়সা আগে আমার কাছে আগে গুরুত্বপূর্ণ ছিল। এখন নয়। আমার নিজেরই এখন অনেক রয়েছে। আমি তোমায় বিয়ে করব না। তোমার মায়ের কাছেও আমাকে নিয়ে যেতে হবে না। তাই আমি যা চাই তাই পরব। আমি সত্যি জানি না আমার পোশাকের নিরিখে কেউ কী করে আমার বিচার করতে পারে। আমি শুধু আমার কাজ করছি।”