Viral Video: ‘একটা সীমা থাকা দরকার’, ক্যামেরার সামনেই পোশাক পরলেন উরফি, মেজাজ হারালো নেটপাড়া

Ufri Javed: উরফি জাভেদ, বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন কেবলই নিজের ফ্যাশনকে অস্ত্র করে, নিজের লুক থেকে শুরু করে বোল্ড ফ্যাশন স্টেটমেন্টেই তিনি বারে বারে ভাইরাল হয়ে উঠছেন।

Viral Video: একটা সীমা থাকা দরকার, ক্যামেরার সামনেই পোশাক পরলেন উরফি, মেজাজ হারালো নেটপাড়া

| Edited By: জয়িতা চন্দ্র

May 13, 2022 | 5:07 PM

উরফি জাভেদ মানেই সব সম্ভব। কিছুই অসম্ভবের তালিকাতে রাখা পছন্দ করেন না তিনি। তবে উরফি জাভেদ, এক কথায় বলতে গেলে কোথাও গিয়ে যেন নিজের ছন্দে লাইম লাইটে থাকতে পছন্দ করেন এই সেলেব। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট পদে পদে ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর সাজ পোশাক দেখে অবাক ভক্তমহল। কিন্তু এই মজাদার ফ্যাশন স্টেটমেন্টই এক এক সময় হয়ে ওঠে বিতর্কের কারণ। যা ঘিরে বারে বারে নিজের পক্ষে মুখ খুলতে হয় তাঁকে। তখনও তিনি নেট দুনিয়ায় সকলকে এক হাত নিয়ে সপাট জানান তাঁর মতামত, কখনও আবার কড়া সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও হয়ে ওঠেন ভাইরাল।

অদ্ভূত ফ্যাশনে যেন তিনি সিদ্ধ হস্ত। একের পর এক পোশাক নিয়ে যখন তিনি বারে বারে সলালোচিত হয়েছেন, ঠিক তখনই আবার নিজের আগের লুককে ছাপিয়ে নতুন আইডিয়া নিয়ে সামনে এসেছেন। তাই বলে ক্যামেরার সামনে পোশাক বদল। তা দেখে অবাক নেট দুনিয়া। খোলামেলা পোশাক মানেই উরফির বোল্ড স্টেটমেন্ট। কীভাবে উরফি নিজেকে প্রতিটা পদে পদে নিত্য নতুন ফ্যাশনে তুলে ধরে চলেছেন, তা নিয়ে প্রশ্ন থাকলে বিরাম বিশ্রাম নেই তাঁর। তাই এবার ট্রোলকে উপেক্ষা করে কেবল ফুল দিয়ে শরীর ঢেকে উপস্থিত উরফি জাভেদ।

উরফি জাভেদ, বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন কেবলই নিজের ফ্যাশনকে অস্ত্র করে, নিজের লুক থেকে শুরু করে বোল্ড ফ্যাশন স্টেটমেন্টেই তিনি বারে বারে ভাইরাল হয়ে উঠছেন। তবে এই ভিডিয়ো দেখার জন্য উরফির একদিকে যেমন ভক্তদের ভিড়, ঠিক তেমনই আবার অন্যদিকে তিনি কটাক্ষের শিকার হলেন। যদিও তা নিয়ে বরাবরের মতই মাথাব্যথা নেই তাঁর। অবলীলায় তিনি নিজের ছন্দে ভাইরাল হওয়ার বিষয়গুলো খুব যত্নের সঙ্গেই উপস্থাপনা করে থাকেন।