Rakhi Sawant: ‘BMW’ উপহার নতুন ‘প্রেমিক’-এর! রাখীর হুঁশিয়ারি, ‘বেশি নাটক করলে… ‘

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 09, 2023 | 8:38 PM

Rakhi Sawant: কিছু দিন আগে নিজের সাধের লাল গাড়িটিও নিয়ে নেওয়া হয়েছিল রাখী সাওয়ান্তের কাছ থেকে। স্বামী আদিল খানের সঙ্গে তাঁর সম্পর্ক যে এই মুহূর্তে ভাল নেই, এ কথা সকলেরই জানা। রটেছিল রাখী নাকি অবসাদে ভুগছেন! কিন্তু কোথাই কী! অবসাদের নামগন্ধ পর্যন্ত নেই। উল্টে নতুন গাড়িতে চড়তে দেখা গেল তাঁকে। কে দিলেন গাড়ি?

Rakhi Sawant: BMW উপহার নতুন প্রেমিক-এর! রাখীর হুঁশিয়ারি, বেশি নাটক করলে...
রাখী সাওয়ান্ত।

Follow Us

 

কিছু দিন আগে নিজের সাধের লাল গাড়িটিও নিয়ে নেওয়া হয়েছিল রাখী সাওয়ান্তের কাছ থেকে। স্বামী আদিল খানের সঙ্গে তাঁর সম্পর্ক যে এই মুহূর্তে ভাল নেই, এ কথা সকলেরই জানা। রটেছিল রাখী নাকি অবসাদে ভুগছেন! কিন্তু কোথাই কী! অবসাদের নামগন্ধ পর্যন্ত নেই। উল্টে নতুন গাড়িতে চড়তে দেখা গেল তাঁকে। কে দিলেন গাড়ি? পাপারাৎজি এই প্রশ্ন করতেই রাখীর উত্তর, “দুনিয়া জুড়ে প্রেমিক আমার, তাই আমার কীসের অসুবিধে? আমাকে কেউ না কেউ উপহার দিয়েই থাকেন”। এখানেই শেষ নয়, এক হুঁশিয়ারিও দিয়েছেন রাখী। সাধারণের উদ্দেশে তাঁর বক্তব্য, “বেশি নাটক করলে সোজা পাকিস্তান চলে যাব, ঠিক যেমন সানিয়া মির্জা করেছেন”।

উল্লেখ্য দু’দিন আগেই রাখীর এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল উন্মত্তের মতো ছুটে বেড়াচ্ছেন রাখী। এখানেই শেষ নয়, যে বা যারা তাঁর সঙ্গে ছবি তুলতে আসছেন তাঁদের দিকে তেড়েও যাচ্ছেন তিনি। এমনকি যে পাপারাৎজির সঙ্গে তাঁর এত সদ্ভাব তাঁদেরকেও এড়িয়ে চলছেন। এর পরেই সাধারণের মনে প্রশ্ন জাগে, ‘রাখী কি তবে মানসিক অবসাদে ভুগছেন?” তবে তাঁর এ দিনের ভিডিয়ো দেখে আবার এমনটাই মনে হয়নি তাঁর ভক্তদের। তবে রাখীর দাবি, তিনি ভাল নেই। আদিল তাঁর বিরুদ্ধে যা করেছেন তা একেবারেই সঠিক নয় বলে তাঁর অভিযোগ। আদিলও ছাড়বার পাত্র নন। রাখীর বিরুদ্ধেও তিনি উগরে দিয়েছেন একগুচ্ছ ক্ষোভ। সব মিলিয়ে তাঁদের পারিবারিক সমস্যা সামনে এসে গিয়েছে সকলের।

Next Article