কৌন বানেগা ক্রোড়পতি রিয়ালিটি শো-তে অমিতাভ বচ্চন বছর পর বছর ধরে ঠিক যেন প্রাণকেন্দ্র হয়ে উঠেছেন। শো-এর সঞ্চালনায় তার কোথাও কোনও ফাঁক থাকে না। হট সিটে বসে থাকা সদস্যের সঙ্গে মন খুলে আড্ডায় বারে বারে মাততে দেখা যায় অমিতাভ বচ্চনকে। বলিউডের শাহেনশাহ খুব সহজেই সকলকে আপন করে নিতে পারেন। কেবল গুরুগম্ভীর কথায় বা প্রশ্ন মানে জর্জরিত করা নয়, নিজের জীবনের একাধিক রহস্য শেয়ার করেও নান সামনে বসে থাকা প্রতিযোগীর সঙ্গে।
কখনও উঠে আসতে দেখা যায় তাঁর বৈবাহিক সম্পর্কের নানা খুঁটিনাটি গল্প. কখনও তার জীবনের জানা-অজানা নানা কাহিনি নির্দ্বিধায় বলে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। সদ্য একটি প্রমোতে স্পষ্ট হয়ে গেল অমিতাভ বচ্চনের মনের হালচাল। কলেজ জীবনে কি তার কোন প্রেমিকা ছিল, ভাল মেয়ে দেখলেই কি অমিতাভ বচ্চন বেশ কিছুটা মুখিয়ে থাকতেন, এমনই কিছু প্রশ্ন যখন তার সামনে একের পর আসতে থাকে, তখন তিনি উত্তরে ফাঁস করেন নিজের জীবনের এক অজানা কাহিনি।
তিনি যে কলেজে পড়তেন তার মহিলা বিভাগ অর্থাৎ সিস্টার কলেজ ছিল পাঁচিলের ঠিক পাশেই। মাঝখান দিয়েছিল একটি খাই। সেটাকে টপকাতে পারলেই দর্শন মিল তো মেয়েদের। অমিতাভ জানান তিনি ঝুঁকি নিয়ে সেটি পেরিয়ে খোঁজার চেষ্টা করতেন মেয়েদের মধ্যে কোথায় রয়েছে তার প্রেমিকা। হট সিটে বসে থাকা প্রতিযোগী তখন হেসে লুটোপুটি, তিনি জানান এ তো এক্কেবারে কলেজ জীবনের প্লেবয়। এর পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে হাসি রোল। একইবাবে জয়া বচ্চনকে নিয়েও তিনি অনেক রহস্যের সমাধান করে তাকে। সংসার জীবনে তিনি টিক কেমন, মেলে তার উত্তরও।