AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul on Breakups: প্রেম ভাঙলে নিজেকে ‘বেস্ট’ ভাবার উপায় বললেন রাহুল; ভালবাসার দিবসের আগে এটাই তাঁর উপহার

Rahul Dev Bose: জীবনে প্রেম হারালে কীভাবে নিজেকে সামলাবেন, তার উপায় বলে দিয়েছেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু।

Rahul on Breakups: প্রেম ভাঙলে নিজেকে 'বেস্ট' ভাবার উপায় বললেন রাহুল; ভালবাসার দিবসের আগে এটাই তাঁর উপহার
রাহুল দেব বসু।
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 10:36 AM
Share

প্রেমের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। তার আগেই ফেসবুকে একটি রিল তৈরি করেছেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। যাঁদের প্রেম কেটে গিয়েছে কিংবা প্রেম হারিয়ে গিয়েছে, তাঁদের জন্য একটি বার্তা দিয়েছেন তিনি। আসলে তাঁদের হয়তো মন খারাপ থেকে বেরিয়ে আনতে চেষ্টা করেছেন রাহুল। দেখুন কী বলেছেন অভিনেতা।

ফেসবুকের সেই রিলে রাহুল বলেছেন, “আমি জানি না কার এটা শোনা খুব প্রয়োজন। কিন্তু তাও আমি বলতে চাইব যে, তোমার প্রিয় কেউ যদি অন্য কারও প্রেমে পড়ে, তা হলে সেটা একেবারেই ভুল নয়। মনে রাখবে, তাঁরা অনেক ভাল (বেটার) কিছুর জন্য যোগ্য। কিন্তু ‘বেস্ট’ কিংবা সেরাটা পাওয়ার যোগ্য নয়।” আসলে প্রেমে প্রত্যাখ্যাত সেই ব্যক্তিকে ‘বেস্ট’ বলেছেন রাহুল।

প্রেম ভেঙেছে রাহুলের জীবনেও। তাঁর একদা কাছের মানুষ অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় বিয়ে করে সিয়াটেলে পাড়ি দিয়েছেন। এমনকী, ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে তিনি নতুন জীবনে পা রেখেছেন। ১৩ বছরের অভিনয় কেরিয়ারকে জানিয়েছেন আলবিদা। কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন। অন্যদিকে রাহুলের আরও এক কাছের মানুষের সামনেই বিয়ে।

‘বাজল তোমার আলোর বেণু’, ‘কাদম্বিনী’, ‘নবাব নন্দিনী’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন রাহুল। তাঁর অভিনয়ের ইউএসপি এটাই, সুপুরুষ এই অভিনেতাকে হিরো হিসেবে কাস্ট করা হয় ঠিকই, কিন্তু সেই হিরো আদতে ‘দুষ্টুছেলে’। ‘বাজল তোমার আলোর বেণু’ সিরিয়ালই এর জলজ্যান্ত উদাহরণ।