Moumita Sarkar: চেহারা মিল থাকার কারণে মনে হয় না আমার কিংবা অর্কজাদির কাজ পেতে অসুবিধা হবে: মৌমিতা সরকার
Bengali Serial: দুই অভিনেত্রীর চেহারায় মারাত্মক মিল। সেই মিল থাকার কারণে দর্শক মনে করছেন তাঁরা একজনই। বিষয়টায় কতখানি বিভ্রান্তির শিকার অর্কজা আচার্য্য কিংবা মৌমিতা সরকার, খোঁজ করল TV9 বাংলা।

স্নেহা সেনগুপ্ত
শুক্রবার সকালেই TV9 বাংলার এক প্রতিবেদনে প্রকাশিত হয় দুই অভিনেত্রীর চেহারার মিল নিয়ে খবর। দুই অভিনেত্রীর একজনের নাম অর্কজা আচার্য্য, অন্যজন মৌমিতা সরকার। দু’জনেই অভিনয় করেন বাংলা সিরিয়ালে। কাকতালীয়ভাবে জীবনের প্রথম সিরিয়াল তাঁদের এক চ্যানেলেও। অর্কজাকে দর্শক দেখেছেন ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে। ২০২১ সালের ১ অগস্ট স্টার জলসায় সম্প্রচার শুরু করে সেই সিরিয়াল। শেষ হওয়ার পর আকাশ আট চ্যানেলের সাহিত্যের সেরা সময়ে ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে অভিনয় করছেন তিনি। তার মাঝে অন্য কোথাও অভিনয় করেননি। এমনকী, মঞ্চেও নয়। এ দিকে চলতি বছর অগস্ট মাসের ২৮ তারিখ থেকে স্টার জলসায় শুরু হয় ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকটি। প্রোমো আসার পর যে নায়িকাকে দেখা যায়, তাতে সকলের মনে হতে শুরু করে অর্কজাই ফিরে এসেছেন।
কিন্তু তা নয়। অর্কজা নন, ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে অভিনয় করছেন মৌমিতা সরকার। প্রোমো আসার পর অঢেল ফোন যায় অর্কজার কাছে। এবং তাতে তিনি অবাক হয়েছেন। পরবর্তীতে বিরক্তও হয়েছেন। আগেই TV9 বাংলাকে অর্কজা বলেছেন, “প্রোমো শুরু হওয়ার পর থেকে অনেক ফোন আসতে শুরু করে আমার কাছে। এ কথা সত্যি, সিরিয়ালের নায়িকাকে ভীষণভাবে আমার মতোই দেখতে। প্রথমে লোকের ভুল ভাঙাতাম। এখন আর ভাঙাই না। বিষয়টায় খানিক বিরক্ত হয়েছি।” তিনি এও বলেছেন, “চেহারায় মিল হওয়ার বিষয়টাকে তেমন গুরুত্বই দিই না। মৌমিতা নিশ্চয়ই অভিনয়টা আমার মতো করে না। সেই দিক থেকে দেখতে গেলে আমরা দু’জনে এক্কেবারে আলাদা।”
এই প্রতিক্রিয়া জানার পর ‘লাভ বিয়ে আজকাল’-এর অভিনেত্রী সৌমিতা সরকারের সঙ্গেও যোগাযোগি করে TV9 বাংলা। মৌমিতা কী বলেছেন দেখুন:
“অনেকেই বলেছেন আমার এবং অর্কজার মুখের মিল আছে। আমি প্রচুর কমেন্টস পেয়েছি। সাইড ফেস, চোখ, ঠোঁটে অনেক মিল আছে নাকি আমাদের। অর্কজাদির সঙ্গে আমার সামনাসমনি কোনওদিন দেখা হয়নি। তবে ধীরে-ধীরে আমাকেও মানুষ চিনছেন মৌমিতা বলে। ধারাবাহিকে আমার নাম শ্রাবণ। সেই নামেও আমাকে অনেকে জানেন। একটা কথা বলব, আমি এবং অর্কজাদি দু’জন আলাদা মানুষ। আমি আমার মতো কাজ করব। অর্কজাদি তাঁর মতো কাজ করবে। আমাদের অভিনয়টাও আলাদা। ফলে চেহারায় মিল থাকার কারণে মনে হয় না আমাদের কাজ পেতে কোনও সমস্যা হবে।”
