Rupanjana Mitra: ‘মাথা উচুঁ করে যেন এই ময়দানে আমৃত্যু লড়ে যেতে পারি’, মা দুর্গার কাছে আশীর্বাদ চাইলেন রূপাঞ্জনা

Durga Puja: সত্য বলতে কুণ্ঠাবোধ করেন না অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। লড়াই করে জিতেছেন প্রত্যেক যুদ্ধে।

Rupanjana Mitra: মাথা উচুঁ করে যেন এই ময়দানে আমৃত্যু লড়ে যেতে পারি, মা দুর্গার কাছে আশীর্বাদ চাইলেন রূপাঞ্জনা
রূপাঞ্জনা মিত্র।

| Edited By: Sneha Sengupta

Sep 29, 2022 | 3:07 PM

তিনি সর্বদাই খুব স্পষ্ট বক্তা। অন্য়ায়ের সঙ্গে আপোস করেন না মোটে। নিজের মতামত জানাতে পারেন নির্ভীকভাবে। ভয় পান না। সত্য বলতে কুণ্ঠাবোধ করেন না অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। জীবনে অনেক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তিনি। এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যেখানে তাঁকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি লড়াই করে জিতেছেন প্রত্যেক যুদ্ধে। তাঁর সেই লড়াই এখনও চলছে। এবার মা দুর্গার কাছে আরও শক্তি ও ধৈর্য্য প্রার্থনা করেছেন রূপাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন সেই কথাই। দেখুন কী লিখেছেন তিনি:

রূপাঞ্জনা লিখেছেন, “সবাইকে বোঝার চেষ্টা করি আজকাল। তাদের কথা শুনে বুঝে যাই, কেন তারা আমাকে অপছন্দ করেন, কী কারণে। তাদের উদ্দেশ্য কী। আর কোথায় আমি ভুল আর কোথায় তারা ঠিক। তাই বলে কি স্পষ্ট কথা বলা ছেড়ে দেব? না! মায়ের কাছে এই পুজোতে মন থেকে আরও শক্তি আর ধৈর্য্য চাইব, যাতে মাথা উচুঁ করে এই ময়দানে আমৃত্যু লড়ে যেতে পারি। ‘নো ননসেন্স ইওম্যান’ এর খেতাব পেতে ভালই লেগেছে। অশুভ শক্তি পরাজিত হোক। শুভর জয় হোক। শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা সকল বন্ধুদের।”

বহু সিনেমায়, সিরিয়ালে কাজ করেছেন রূপাঞ্জনা। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে লাবণ্য় সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি এক শাশুড়ির চরিত্রে। অনেকগুলো স্তর আছে সেই চরিত্রের। শুরুতে লাবণ্য কৃষ্ণবর্ণের মানুষদের পছন্দ করত না। তাদের অসুন্দর ও অযোগ্য মনে করত। কিন্তু ধীরে-ধীরে সে বুঝেছেন কালোতেই আলো। ফলে রূপাঞ্জনার মতোই তাঁর করা চরিত্র লাবণ্যও এখন মানুষের মন জয় করে নিচ্ছে।