Shruti Das: ভরা রোদে ভেজা শরীরে কেন প্রণাম করছেন শ্রুতি?

Bengali Serial: শ্রুতি এখন একটি বাংলা সিরিয়ালের অন্যতম লিড। সেই ধারাবাহিকের নাম 'রাঙা বউ'। পরিচালক তাঁর স্বামী স্বর্ণেন্দুই।

Shruti Das: ভরা রোদে ভেজা শরীরে কেন প্রণাম করছেন শ্রুতি?
শ্রুতি দাস।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 2:20 PM

কিছুদিন আগেই তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। বিয়ের আয়োজন থেকে শুরু করে সাজপোশাক সবেতেই নজর কেড়েছিলেন তাঁরা। শ্রুতি এখন একটি বাংলা সিরিয়ালের অন্যতম লিড। সেই ধারাবাহিকের নাম ‘রাঙা বউ’। পরিচালক তাঁর স্বামী স্বর্ণেন্দুই। স্বামীর পরিচালনায় কাজ করে আগেও প্রশংসা কুড়িয়েছেন শ্রুতি। ফের সেই প্রমাণ পাওয়া গেল। কাজের ক্ষেত্রে তাঁর পরিশ্রম সম্পর্কে ফেসবুকে কী লিখেছেন শ্রুতি?

‘রাঙা বউ’ সিরিয়ালে বাড়ির সাহসী বউয়ের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। একটি দৃশ্যে দেখা যায়, লাল পাড় সাদা শাড়ি পরে মাটিতে লুটিয়ে প্রণাম করছেন শ্রুতি। পরিশ্রমের সেই ভিডিয়ো পোস্ট করে শ্রুতি নিজের পিঠ চাপড়ে লিখেছেন, “ঘুমের আগে অনেক দূর যেতে হবে আমাকে। প্রখর রোদে সকাল ১০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত এই শটটি নেওয়া হয়েছে। পরিচালনা করেছেন স্বর্ণেন্দু সমাদ্দার। ‘রাঙা বউ’কে ভালবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। পাখিকে আরও জীবন্ত করার জন্য আমি আরও অনেক পরিশ্রম করতে রাজি।”

‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র মতো সিরিয়ালে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছেন শ্রুতি। তিনি কৃষ্ণ বর্ণের অভিনেত্রী। নানা সময় নানা ধরনের কটূক্তির মুখোমুখি হয়েছেন। কিন্তু চিরকালই প্রতিবাদ করেছেন গলা তুলে। এমনকী, আইনি পদক্ষেপও নিয়েছেন অভিনেত্রী। শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্ক নিয়েও উঠেছে নানা কথা। নায়িকা পরিচালকের চেয়ে বয়সে অনেকটাই ছোট। সেই নিয়েও উঠেছে প্রশ্ন। কিন্তু সবকিছুকেই পাশ কাটিয়ে চলে গিয়েছেন অভিনেত্রী। তিনি অনেকেরই অনুপ্রেরণা।