ভিন্ন স্বাদের কাহিনি নিয়ে তৈরি ‘ইন্দ্রাণী’ মেগা ধারাবাহিক। অসম বয়সী প্রেম, যেখানে মুখ্য চরিত্র ইন্দ্রাণীর থেকে বয়সে অনেকটা ছোট আদিত্য তার প্রেমে পড়ে। সমাজ আজও এমন সম্পর্ক মেনে নিতে পারে না। তা সে সাধারণ পরিবার হোক কিংবা সেলিব্রিটি, সমালোচিত হতে হয়। বাস্তবে এমন ঘটনায় যেমন মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেলিব্রিটি হলে হতে হয় ট্রোলের স্বীকার। এমন একটা বিষয়কে তুলে ধরেই কালার্স বাংলার মেগা ধারাবাহিক ‘ইন্দ্রাণী’ কাহিনি এগিয়ে চলেছে। গল্পের মোড় নানা ভাবে এগিয়ে যাচ্ছে। ইন্দ্রাণী আর আদির ভালবাসা কি মান্যতা পাবে? এই প্রশ্নের উত্তর পেতে দর্শক আগ্রহ রয়েছে। বিশেষ করে বাস্তবে যাঁরা এমন সম্পর্কে জড়িয়ে রয়েছে। সমাজ, পরিবারের চাপে সিদ্ধান্ত নিতে পারছেন না সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার। প্রশ্ন ভালবাসার কাছে বয়সটা কি সত্যি কোনও বড়? বিষয়টা উল্টো হলে, অর্থাৎ পুরুষ বড়, মহিলা ছোট হলে কোনও প্রশ্ন তো কেউ করে না, তাহলে উল্টোটা হলে এত কথা কেন? মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরকেও এই নিয়ে ট্রোলের স্বীকার হতে হয়। তাঁরা যদি ভাল থাকেন, তাহলে কার কী বলার রয়েছে। ইন্দ্রাণী ধারাবাহিকও সেই প্রশ্ন তুলছে।
গল্পের মোড় বেশ ইন্টারেস্টিং জায়গায় রয়েছে। স্বাগতা আর ময়ূখ রঞ্জনের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়। তিতলিও এতে অংশ নেয়। অংশু ফিরে এসেছে ময়ূখ রঞ্জনের বাড়িতে। অন্যদিকে পুরকায়স্থ হাসপাতালে নতুন ডাক্তার হিসেবে জয়েন করে সৃজন দাশগুপ্ত। তাকে দেখে অবাক হয়ে যায় নিশা। কারণ কলেজে পড়ার সময় থেকেই সৃজন পছন্দ করে নিশাকে। আবার দুইজনে মুখোমুখি। নিশা অন্যদিকে আদিকে ভালবাসে। সেই নিয়ে সৃজন তাঁকে কথাও শোনায়, ইতিমধ্যে দর্শক তা দেখেছেন। হাসপাতালের মালিকের নাতি বলে সৃজনকে ছেড়ে নিশা আদির দিকে ঝুঁকেছে। এই শুনে বেশ অস্বস্তিতে পড়ে নিশা।
অন্যদিকে হাসপাতালে এক মন্ত্রী অসুস্থ হয়ে আসে। তাকে কেউ সামলাতে পারছে না। এমন অবস্থায় সকলেই মনে করে এটা শুধু ইন্দ্রাণীই সামলাতে পারবে। ফলে স্বাগতা ময়ূখ রঞ্জনকে বাধ্য করে ইন্দ্রাণীকে ফোন করে ডেকে আনার জন্য। ইন্দ্রাণী হাসপাতালে এসে সত্যি পরিস্থিতি সামাল দিয়ে দেয়। সঞ্চারী ময়ূখকে কথা দিয়েছিল চলে যাবে, সেই কথা মতো চলে যেতে গেল আদি তার দলের সঙ্গে মিলে আটকে দেয় তাকে। ময়ূখের সম্পূর্ণ অনুমতিতেই থেকে যেতে পারে সঞ্চারী।
এই সপ্তাহে আরও দেখা যাবে আদি তিতলিকে আবার পড়াতে থাকে। এদিকে পারিজাত স্বাগতার বাড়িতে ফিরে আসে। তাকে নিজের ফিরিয়ে নেওয়ার জন্য ইন্দ্রানীর পায়ে পড়তেও দ্বিধা করে না। এটা দেখে আদির মোটেও পছন্দ হয়নি। সে চলে যায় বাড়ি থেকে। এবার প্রশ্ন ইন্দ্রাণী পারিজাতকে ক্ষমা করে আবার তাকে নিজের জীবনে ফিরতে দেবে? আদি চলে গিয়েও ইন্দ্রাণীকে একদিনের জন্য দেখা করতে বলে। সঙ্গে কথা দেয় তার পর সে আর কখনো তাকে বিরক্ত করবে না। ইন্দ্রাণী এবং আদির মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব চলছে। কী করবে এবার তারা? জানতে চোখ রাখতে হবে রাত ৮টায় কালার্স বাংলায়।