Tolly Gossip: অন্যের প্রাক্তনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ সিরিয়ালের নায়িকার! নজরে পড়তেই…
Tolly Gossip: এখনও পর্যন্ত একসঙ্গে উল্লেখযোগ্য কোনও কাজ না-করা হিরো-ভিলেনের নতুন বন্ধুত্ব নিয়ে হঠাৎই টেলিপাড়ায় শুরু হয়েছে জোর ফিসফাস। যে ফিসফাস আরও গাঢ় হল সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে, গত শুক্রবার (১৫ ডিসেম্বর)। কী এমন ঘটল যে, নতুন গসিপের গন্ধে ম-ম করে উঠল অভিজাত বিয়েবাড়ি? আড়ালে মুখ টিপে হাসলেন নিন্দুকেরা... তুলে দিলেন নানা প্রশ্নও...
দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের আলাদা ধারাবাহিকে এতদিন কাজ করছিলেন দু’জনে। দু’জনেরই প্রেম ভেঙেছে এই কিছু মাস আগেই। দু’জনেই আবার সম্প্রতি নতুন ধারাবাহিক শুরু করেছেন। সে কারণেই কি এত নৈকট্য? এই প্রশ্নটা হওয়াই কি স্বাভাবিক নয়? সদ্য হওয়া বিচ্ছেদই কি তাহলে মিলিয়ে দিল দুই ভাঙা মনকে? খুঁজে দিল নতুন আশ্রয়? যে আশ্রয়কে নোঙর করে পাল তোলা যায় অনেকটাই? এখনও পর্যন্ত একসঙ্গে উল্লেখযোগ্য কোনও কাজ না-করা হিরো-ভিলেনের নতুন বন্ধুত্ব নিয়ে হঠাৎই টেলিপাড়ায় শুরু হয়েছে জোর ফিসফাস। যে ফিসফাস আরও গাঢ় হল সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে, গত শুক্রবার (১৫ ডিসেম্বর)। কী এমন ঘটল যে, নতুন গসিপের গন্ধে ম-ম করে উঠল অভিজাত বিয়েবাড়ি? আড়ালে মুখ টিপে হাসলেন নিন্দুকেরা… তুলে দিলেন নানা প্রশ্নও…
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সেই বিলাসবহুল বিয়েবাড়িতে শুক্রবার রাতে তখন উপচে পড়া ভিড়। বিয়ে প্রায় শেষ নব দম্পতির। এমনই সময় যেন ব্য়াকগ্রাউন্ডে কেউ বলে উঠল: ‘অ্যাকশন’। ধারাবাহিকের সেটে যেমন জমকালো সাজে ‘এন্ট্রি’ ঘটে গুরুত্বপূর্ণ চরিত্রের, তেমনই হাজির হলেন টলিপাড়ার ট্রেডমার্ক ভিলেন মিশমি দাস। নায়িকা, থুড়ি, ভিলেনকে দেখেই হাসিমুখে এগিয়ে এলেন হ্যান্ডসাম হিরো রণজয় বিষ্ণু। এর পর থেকে বিয়েবাড়তে সারাটাক্ষণ প্রায় একসঙ্গেই দেখা গেল দু’জনকে। ইন্দ্রাশিস আচার্য, তৃণা সাহা, উষসী রায়, ও ইন্ডাস্ট্রির বাকি চেনামুখরাও হাজির হয়েছিলেন দলে… কিন্তু মিশমি-রণজয়ের সই রাতের নৈকট্যে ফিকে হয়ে গেল আশপাশও। একসঙ্গে সেলফিতে হাসি, ফুড কর্নারে গোপন কথা দেখে বিয়েবাড়ির ‘গোয়েন্দারা’ও পেয়ে গেলেন গসিপের নতুন রসদ। তবে কি… প্রশ্ন শেষ হতে না-হতেই নবদম্পতির কাছে যাওয়ার জন্য মিশমিকে হাত ধরে রণজয়ের এগিয়ে দেওয়াও চোখ এড়াল না কারও।
View this post on Instagram
যদিও অনেকেরই দাবি, ‘এ নেহাতই বন্ধুত্ব। একই ইন্ডাস্ট্রি। পরিচয়ও অনেক দিনের। আর সে কারণেই হয়তো চেনা জানা…।’ এক ধারাবাহিকেও দেখা যাবে দু’জনকে। সে থেকেই হয়তো নতুন বন্ধুত্বের শুভারম্ভ। তবে চর্চা থামেনি… পৌষের সন্ধেয় বসন্তের আনাগোনার আভাস পেয়ে কবিকে স্মরণ করেছেন তামাম লোকজন… তিনি যে বলেই গিয়েছেন, ‘ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড’?
Instagram-এ এই পোস্টটি দেখুন
সোহিনী সরকারের সঙ্গে দুর্দান্ত প্রেম ছিল রণজয় বিষ্ণুর। সে প্রেম চুকেছে কিছু মাস আগেই। সোহিনী মন জুড়ে এখন গানের সুর… যে গানের মালিক বড়ই ‘শোভন’। ও দিকে, মিশমিরও বিচ্ছেদের প্রায় বছর খানেক পার। মুম্বই থেকে ফিরে এসে তিনি আবারও সেই ভিলেনের চরিত্রেই স্বমহিমায়। রণজয়ের নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আর কিছু দিন পরেই। শুধুই কি বন্ধুত্ব? নাকি তার চেয়েও বেশি? কথাতেই যে বলে,’যা রটে তার কিছুটা তো বটেই’। এক তারকা কাপলের বিয়ের রাত শেষে কি তাহলে আভাস মিলল অন্য কোনও কাহিনির? এর উত্তরে আপাতত নিখাদ কোনও ‘খবর’ না গেলেও, খবরাখবরের অপেক্ষাতেই এখন যেন ব্যস্ত অন্যরা।