চিরকালই সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।। নয়-নয় করে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন শ্রীমা। পারিবারিক, আধ্যাত্মিক, কাল্পনিক – সব ধারার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তিনি। বিগত বেশ কয়েক মাস ধরে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীমা। ঘণ্টার পর-ঘণ্টা শুটিং সেটে কাটাতে হয় তাঁদের। শুটিংয়ের ফাঁকে অবসর সময়ও মেলে বিস্তর। সেই সময় নিজেদের মধ্যে গল্পগুজব করে, গান শুনে কিংবা নিছকই রিল তৈরি করে সময় কাটান তাঁরা। সেইসব সময়ের কিছু ঝলক শ্রীমা ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে।
এক অভিনব কায়দায় ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনও দেখা যাচ্ছে তাঁদের মুখই বোঝা যাচ্ছে না, কখনও এ-ওর মুখ ঢেকে দিচ্ছেন খুনসুটি করে। শ্রীমা লিখেছেন, “আমাদের কোনও ভালও ছবি নেই! তাই আজকের বিশেষ নিবেদন পোস্ট না করা কিছু বিশেষ মুহূর্ত। ১- পোস্ট করব বলে ছবি তোলার চেষ্টা। ২- ছবি নষ্ট করার ফটো বোম। ৩-আমার মাথা ব্যথার কারণ। ৪- ইনোসেন্ট মুখে দুষ্টুমি চলছে! ৫- সবাইকে স্কিপ করে ,উল্টো খেলা ঘুরিয়ে তুই আমার। ৬-দোস্ততানা নানা নানা। ৭-আসল বিয়েতে পিঁড়ি না ধরলে খেতে দেব না। ৮- বেঁচে থাকতে ডাব ভরসা। ৯- দেরিতে পেকআপ হওয়ার ভয়। ১০- যখন ডিরেক্টর বলে দয়া করে শান্ত হয়ে বস! আজকের মতো শেষ। এইসব পাগলামও সবার সামনে তুলে ধরে মজা পেলাম বেশ।