AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2022: ঈশ্বরে বিশ্বাসী পর্দার ‘বোধি’; তার ১৫টা জামা হয়েছে এবার পুজোয়

Ryan Guha Neogi: রায়ানের সঙ্গেই ষষ্ঠীর বিকেলে সরাসরি কথা বলে TV9 বাংলা। খুদে শিল্পী জানায়, তখনও পর্যন্ত ১৩টা ঠাকুর দেখে নিয়েছে সে।

Durga Puja 2022: ঈশ্বরে বিশ্বাসী পর্দার 'বোধি'; তার ১৫টা জামা হয়েছে এবার পুজোয়
'বোধি'র পুজো...
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 8:00 AM
Share

স্নেহা সেনগুপ্ত

ইদানিং একটি বাচ্চা খুব জনপ্রিয় হয়েছে। টেলিভিশনের পর্দায় তাকে রোজ দেখা যায় একটি বিশেষ চরিত্রের কারণে। বাচ্চাটি যে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে, তা হল ‘বোধসত্ত্বর বোধবুদ্ধি’। এবং সে অভিনয় করে দুর্দান্ত বুদ্ধিমান বালক ‘বোধি’র চরিত্রেই। চরিত্রটি করতে বেশ ভাল লাগে তার। কেন না, ব্যক্তি জীবনেও সে ৮০% বোধির মতোই। ফলে অভিনয় করার সময় বাড়তি চাপ অনুভব করে না সে। সহজাতভাবেই সবটা ফুটিয়ে তুলতে পারে। সে নিজেও এটা-সেটা আবিষ্কার করতে চায় বোধির মতোই। জানিয়েছেন বোধির পর্দার এপারের মা মৌমিতা গুহ নিয়োগী। অর্থাৎ, রায়ানের মা। ঠিক ধরেছেন। রায়ানই বোধির চরিত্রে অভিনয় করে। পুরো নাম রায়ান বসু নিয়োগী। মাত্র ৭ বছর বয়স তার। সেন্ট লরেন্স স্কুলে পড়ে। সারাদিন শুটিং নিয়েই ব্যস্ত থাকে। স্কুল যেতে পারে না। কেন না, তাকে প্রত্যেক সিনেই প্রয়োজন। তার লেখাপড়ায় খুব মন। স্কুলের থেকেই সহযোগিতা পায়। ফলে লেখাপড়া ও শুটিং দুটোই সমান তালে করতে পারে। এটাই রায়ানের প্রথম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। আর প্রথম অভিনয়তেই বাজিমাত করেছে এই খুদে।

এবারের দুর্গা পুজোতে শিশু শিল্পীদের নিয়ে একটি সিরিজ় তৈরি করেছে TV9 বাংলা। অতিপরিচিত খুদে অভিনেতারা মনের ঝাঁপি মেলে ধরবে সেখানে। যেমন মেলে ধরল রায়ান। প্রথম প্রতিবেদনে শিশু শিল্পী উদিতা মুন্সী জানিয়েছিল, সে বাবা-মায়ের সঙ্গে নবমী পর্যন্ত সুন্দরবনে থাকবে। আর দ্বিতীয় প্রতিবেদনে পাওয়া গেল বোধি, তথা রায়ানকে।

রায়ানের সঙ্গেই ষষ্ঠীর বিকেলে সরাসরি কথা বলে TV9 বাংলা। খুদে শিল্পী জানায়, তখনও পর্যন্ত ১৩টা ঠাকুর দেখে নিয়েছে সে। গড়িয়ায় তার বাড়ি। নব দুর্গা, পঞ্চ দুর্গা দেখে দারুণ অভিভূত। কারণ, গত দু’বছর কোনও ঠাকুরই ঠিকভাবে দেখতে পারেনি সে। তাই এবার পঞ্চমীর দিন শুটিং শেষ করেই বাবা-মায়ের হাত ধরে বিরামহীন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। বলেছে, “আমি এবার অনেক-অনেক ঠাকুর দেখব। আজ দেখব নাকতলা, সুরুচির ঠাকুর। জানো আমার ১৫টা জামা হয়েছে…”

জটিলতাবিহীন সরল কণ্ঠে অনর্গল কথা বলে ‘বোধি’। জানায়, শুটিং ফ্লোরের আঙ্কল-আন্টিরা তাকে কালার পেনসিল সেট, রং, আঁকার খাতা এ সব উপহার দিয়েছে পুজোয়। পেয়েছে চকোলেটও। কারণ, জামাকাপড়ের চেয়ে এগুলোই সে বেশি পছন্দ করে। তার মায়ের থেকে জানা গেল, দেবদ্বিজে নাকি খুব ভক্তি রায়ানের। কেবল দুর্গা পুজো নয়, জন্মাষ্টমী, বিশ্বকর্মা, গণেশ চতুর্থী – সব পুজোতেই ঈশ্বরের আরাধনা করে তবেই সে শুটিং করতে যায়। মা দুর্গার কাছে বিশেষ কিছু নিজের জন্য চাইনি সে। কেবল বলেছে, “মা দুর্গা যেন সব্বাইকে ভাল রাখে”। এবার অষ্টমীর সন্ধ্যায় আপনিও বোধির নাগাল পেতে পারেন। কারণ, সেদিন সে চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ম্য়াডক্স স্কোয়্যার যাবে। আপনিও যাবেন নাকি?