Bengali Serial: কবে শেষ শুটিং ‘মিঠাই’য়ের? জানালেন সৌমিতৃষা, দিলেন এক নতুন খবরও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 27, 2023 | 5:36 PM

Soumitrisha Kundu: 'মিঠাই' শেষ হচ্ছে। ইতিমধ্যেই ভক্তদের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কবে হবে এই ধারবাহিকের শেষ শুটিং? এবার সেই আপডেটই দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষা এই মুহূর্তে অসুস্থ। আগেই জানিয়েছিলেন ছুটি নেবেন তিনি।

Bengali Serial: কবে শেষ শুটিং মিঠাইয়ের? জানালেন সৌমিতৃষা, দিলেন এক নতুন খবরও
ভক্তদের দিলেন এক নতুন খবরও

Follow Us

 

‘মিঠাই’ শেষ হচ্ছে। ইতিমধ্যেই ভক্তদের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কবে হবে এই ধারবাহিকের শেষ শুটিং? এবার সেই আপডেটই দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষা এই মুহূর্তে অসুস্থ। আগেই জানিয়েছিলেন ছুটি নেবেন তিনি। ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি মিঠাইয়ের শেষ শুটিংয়ে ভক্তরা দেখা পাবেন না তাঁর। ভক্তদের আশ্বাস করে অভিনেত্রী জানালেন, তিনি থাকবেন। তিনি লেখেন, “এই মাসের ৩০ ও ৩১ তারিখ আমি শুটিং করব।” একইসঙ্গে তিনি এও জানান, এই মাসেরই ৩১ তারিখ শেষ শুটিং হবে তাঁর ধারাবাহিকের। ভক্তদের মন খারাপ। যে ধারাবাহিককে এত ভালবাসা দিয়ে এসেছেন তা যে অবশেষে শেষ হয়ে যাচ্ছে, তা যেন কিছুতেই বিশ্বাসই হচ্ছে না তাঁদের। তবু ‘যেতে দিতে হয়’। তাই দ্রব চোখেই প্রিয় ‘মিঠাইরানি’র উদ্দেশে ভক্তরা লিখছেন আবেগঘন মেসেজ। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই ব্যাপারে আগাম বার্তাও দিয়েছেন তাঁরা।

 

কী হয়েছে মিঠাইয়ের? কেন তিনি অসুস্থ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, “খুব পিঠে ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। তাই জন্য ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।” কিন্তু কেন হল এমনটা? জানা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করার জন্যই এমনটা হয়েছে। সৌমিতৃষার এই খবর শোনার পর থেকেই চিন্তা বাড়ে অনুরাগীর মধ্যে।

২০২১ সালে শুরু হয় ‘মিঠাই’ ধারাবাহিকের জার্নি। কয়েকদিনের মধ্যে দর্শকমনে এই ধারাবাহিক জায়গা করে নিয়েছিল। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সৌমিতৃষাও। দর্শকেরাও ভালবাসায় ভরিয়ে দেন তাঁকে। টানা বেশ কিছু সময় ধরে টিআরপিতে প্রথম স্থান অধিকার করেছিল ওই ধারাবাহিক। তবে বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে টিআরপির রেটিং কমেছে। তবে জনপ্রিয়তা কমেনি এতটুকুও। প্লট-সাব প্লটের ভিড়ে আজও মিঠাই সমানভাবে জনপ্রিয়। অন্যদিকে সৌমিতৃষার জনপ্রিয়তাও বেশ। ‘মিঠাই শেষ হলে তিনি কোন ধারাবাহিকে ফিরবেন এখন সেটাই দেখার।

Next Article