Mithai: কবে শেষ হচ্ছে ‘মিঠাই’? শেষ সম্প্রচার ঘিরে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 07, 2023 | 12:46 PM

Mithai: কিছুদিনের মধ্যেই ফিরতে হয় সৌমিতৃষাকে সেটে। ফলে আশা করা যায় শেষ দুই দিন পর্দায় দেখা যেতে পারে সৌমিতৃষাকে। তবে এভাবে মিঠাই শেষ হয়ে যাবে তা ভক্তরা ভাবতেও পারেননি।

Mithai: কবে শেষ হচ্ছে মিঠাই? শেষ সম্প্রচার ঘিরে জল্পনা

Follow Us

গত তিন মাস ধরেই মিঠাই নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল মিঠাই ধারাহিকের প্রতিটা খবর। জল্পনা শোনা গিয়েছিল এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। কিন্তু আদপে তেমনটা হয়নি। মিঠাই ধারাবাহিক কবে শেষ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে শেষ পর্যন্ত থেকে গিয়েছে। চলতি সপ্তাহ পুরোটাই দেখা যাবে মিঠাই ধারাবাহিক। এমনই খবর ছিল। কারণ ১২ তারিখ থেকে পাল্টে যাচ্ছিল সমস্ত শিডিউল। তবে এবার জানা যাচ্ছে আর মাত্র দুটো দিন মিঠাই ধারাবাহিক সম্প্রচার হবে। অর্থাৎ ৯ জুন, শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিক। আর এই খবর যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। এও কি সম্ভব! তবে কিছুদিন আগেই এই ধারাবাহিক থেকে বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর।

ব্যাক পেইনের জন্যই তিনি বিশ্রাম চেয়েছিলেন। তবে তা খুব একটা দিয়ে উঠতে পারেনি চ্যালেন। কিছুদিনের মধ্যেই ফিরতে হয় সৌমিতৃষাকে সেটে। ফলে আশা করা যায় শেষ দুই দিন পর্দায় দেখা যেতে পারে সৌমিতৃষাকে। তবে এভাবে মিঠাই শেষ হয়ে যাবে তা ভক্তরা ভাবতেও পারেননি। তাই সোশ্যাল মিডিয়ায় এখন আবেগঘন পোস্ট ভক্তদের ভাইরাল। গত রবিবারই হয়ে গেল শেষ শুটিং। মিঠাই ধারাবাহিক নিয়ে ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে তার প্রভাব তো চোখে পড়ে না টিআরপি-র তালিকায়।

শেষ হতে বসেছে ধারাবাহিক। তবে জনপ্রিয়তায় ঘাটতি দেখা যায়নি।  একের পর এক পোস্ট সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। শেষ দিন মিঠাইয়ের সঙ্গে দেখা করতে হাজার হাজার ভক্তের ভিড় হয়। শেষ দিন সেট ছেড়ে যাওয়ার সময় সকলের দেওয়া সমস্ত উপহার তিনি সঙ্গে করে নিয়ে যান। এবার তিনি তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত। প্রধান ছবিতে দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৌমিতৃষাকে। তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এখন দেখার বড়পর্দায় কতটা নজর কাড়ে মিঠাই।

Next Article