Salman Khan: এ কী কাণ্ড, অভিনয় ছেড়ে নাপিত সলমন? চুল কাটছেন ভক্তদের…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2023 | 3:40 PM

Salman Khan: যে ইনি কি আদপে সলমন খান, নাকি তাঁর মতো দেখতে অন্য কেউ? না, এই বিষয় কোনও সন্দেহ নেই। কারণ এই ভিডিয়ো সত্যি সলমন খানের। সলমন খান একটি টিভি শো করতেন, যার নাম 'মিশন স্বপ্নে উইথ সলমন খান'। তারই একটি এপিসোডের ছোট্ট ক্লিপিং বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল।

Follow Us

সলমন খান, হঠাৎ যদি দেখেন পাড়ার মোড়ে দাঁড়িয়ে ভক্তদের হেড মাসাজ দিচ্ছেন সলমন, চুল কেটে দিচ্ছেন সলমন তবে বিষয়টা কেমন হয়? অবাক কাণ্ড হলেও একবার এমনটাই হয়েছিল। মাঝ রাস্তায় সেলুন খুলে বসেছিলেন সলমন খান। কারও কাটলেন চুল, কারুর হেড মাসাজের আবদার মেটালেন তিনি। সলমন খানের এই অবতার দেখে অনেকেই হয়তো এক কথায় বিশ্বাস করে উঠতে পারছেন না, যে ইনি কি আদপে সলমন খান, নাকি তাঁর মতো দেখতে অন্য কেউ? না, এই বিষয় কোনও সন্দেহ নেই। কারণ এই ভিডিয়ো সত্যি সলমন খানের। সলমন খান একটি টিভি শো করতেন, যার নাম মিশন স্বপ্নে উইথ সলমন খান। তারই একটি এপিসোডের ছোট্ট ক্লিপিং বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি ভক্তদের মনের ইচ্ছে পূরণ করতে ব্যস্ত।

শুধু তাই নয়, রীতিমত এই কাজের জন্য টাকাও নিতে দেখা গেল তাঁকে। সলমন খান গুনে গুনে ব্যালন্সও দিচ্ছেন ফেরত। এরই মাঝে আবার একজন কমেন্ট বক্সে লিখেও দিলেন, সলমন খানের করে দেওয়া হেয়ার কাট তাঁর মোটেও পছন্দ হয়নি। তবে মুখে হাসি নিয়ে অফিসে এদিন সকলের মনের ইচ্ছে যেভাবে পূরণ করছেন, তাতে কোথাও গিয়ে একথা মেনে নিতেই হয়, যে সলমন খানের সেদিনের ভক্তরা বেজায় সৌভাগ্যের অধিকারী, কারণ সলমন খানকে এভাবে পাড়ার মোড়ে পাওয়া, স্বপ্ন দেখার সমানয যদিও এই উদ্যোগ নিয়েছিল কালার্স। কারণ তাঁদেরই শোয়ের এপিসোডের জন্য সলমন খান এই কাজ করেছিলেন। বর্তমানেও তিনি কালার্সের সঙ্গে জড়িত। দীর্ঘ দিন ধরে চলা বিগ বস রিয়্যালিটি শোয়ের সঞ্চালক তিনি। এখন রমরমিয়ে চলছে সেই শো। পাশাপাশি সামনেই তাঁর ছবির মুক্তি, দর্শক এখন সেই দিকেই তাকিয়ে।

সলমন খান, হঠাৎ যদি দেখেন পাড়ার মোড়ে দাঁড়িয়ে ভক্তদের হেড মাসাজ দিচ্ছেন সলমন, চুল কেটে দিচ্ছেন সলমন তবে বিষয়টা কেমন হয়? অবাক কাণ্ড হলেও একবার এমনটাই হয়েছিল। মাঝ রাস্তায় সেলুন খুলে বসেছিলেন সলমন খান। কারও কাটলেন চুল, কারুর হেড মাসাজের আবদার মেটালেন তিনি। সলমন খানের এই অবতার দেখে অনেকেই হয়তো এক কথায় বিশ্বাস করে উঠতে পারছেন না, যে ইনি কি আদপে সলমন খান, নাকি তাঁর মতো দেখতে অন্য কেউ? না, এই বিষয় কোনও সন্দেহ নেই। কারণ এই ভিডিয়ো সত্যি সলমন খানের। সলমন খান একটি টিভি শো করতেন, যার নাম মিশন স্বপ্নে উইথ সলমন খান। তারই একটি এপিসোডের ছোট্ট ক্লিপিং বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি ভক্তদের মনের ইচ্ছে পূরণ করতে ব্যস্ত।

শুধু তাই নয়, রীতিমত এই কাজের জন্য টাকাও নিতে দেখা গেল তাঁকে। সলমন খান গুনে গুনে ব্যালন্সও দিচ্ছেন ফেরত। এরই মাঝে আবার একজন কমেন্ট বক্সে লিখেও দিলেন, সলমন খানের করে দেওয়া হেয়ার কাট তাঁর মোটেও পছন্দ হয়নি। তবে মুখে হাসি নিয়ে অফিসে এদিন সকলের মনের ইচ্ছে যেভাবে পূরণ করছেন, তাতে কোথাও গিয়ে একথা মেনে নিতেই হয়, যে সলমন খানের সেদিনের ভক্তরা বেজায় সৌভাগ্যের অধিকারী, কারণ সলমন খানকে এভাবে পাড়ার মোড়ে পাওয়া, স্বপ্ন দেখার সমানয যদিও এই উদ্যোগ নিয়েছিল কালার্স। কারণ তাঁদেরই শোয়ের এপিসোডের জন্য সলমন খান এই কাজ করেছিলেন। বর্তমানেও তিনি কালার্সের সঙ্গে জড়িত। দীর্ঘ দিন ধরে চলা বিগ বস রিয়্যালিটি শোয়ের সঞ্চালক তিনি। এখন রমরমিয়ে চলছে সেই শো। পাশাপাশি সামনেই তাঁর ছবির মুক্তি, দর্শক এখন সেই দিকেই তাকিয়ে।

Next Article