Bengali Serial TRP: ‘ধুলোকণা’ ঝড়ে হারিয়ে যাচ্ছে অন্য ধারাবাহিক; ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘গাঁটছড়া’… পানসে ‘মিঠাই’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 07, 2022 | 2:36 PM

Bengali Serial: এবার নিজেই নিজেকে টপকেছে 'ধুলোকণা'। আগের সপ্তাহ থেকে নম্বর অনেকটাই বেশি পেয়েছে।

Bengali Serial TRP: ধুলোকণা ঝড়ে হারিয়ে যাচ্ছে অন্য ধারাবাহিক; ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গাঁটছড়া... পানসে মিঠাই
এ সপ্তাহেও টপার হল 'ধুলোকণা'...

Follow Us

আজ আরও একটা বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের এই দিনেই টিআরপি জানা যায় বাংলা সিরিয়ালের। ফলে রিপোর্ট কার্ড বেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। বাংলা সিরিয়ালে কে কতটা এগিয়ে আছে, পিছিয়ে আছে… তা ফের জানা গিয়েছে। রিপোর্ট কার্ডে স্পষ্ট এটাই, এ সপ্তাহে বেশ কিছু মেগা জমিয়ে দেখেছেন দর্শক। গত সপ্তাহে স্টার জলসা চ্যানেলের ‘ধুলোকণা’ উঠে এসেছিল টিআরপি লিস্টের এক্কেবারে প্রথম। কারণ ছিল নায়ক-নায়িকা লালন-ফুলঝুড়ির বিয়ে। ৮.০ টিআরপি পেয়ে হয়েছিল বেঙ্গল টপার। এ সপ্তাহেও তাই ঘটেছে। তবে এবার নিজেই নিজেকে টপকেছে ‘ধুলোকণা’, অর্থাৎ আগের সপ্তাহ থেকে নম্বর বেশি পেয়েছে। শীর্ষস্থান দখল করেছে ৯.৩ টিআরপি নিয়ে। অনেকটাই লম্বা লাফ। এর পিছনেই রয়েছে ‘গাঁটছড়া’। ৭.৯ থেকে বেড়ে হয়েছে ৮.৩। গত সপ্তাহে ‘গাঁটছড়া’ই ছিল দ্বিতীয় স্থানে। সুতরাং, ‘ধুলোকণা’ ও ‘গাঁটছড়া’ – এই দুটি ধারাবাহিক টিআরপি তালিকায় নিজ জায়গা হারায়নি। বরং আগের সপ্তাহের চেয়ে আরও ভাল ফল করেছে। ‘আলতা ফড়িং’ রয়েছে তৃতীয় স্থানে। পেয়েছে  ৮.০। গত সপ্তাহের চেয়ে ০.৩ বেশি। চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। যা দেখা যাচ্ছে, এ সপ্তাহে টিআরপিতে প্রথম ৩টি স্থান দখল করেছে স্টার জলসারই এই তিন ধারাবাহিক।

এদিকে ৭ থেকে ৭.৯-এর মধ্যে রয়েছে জ়ি বাংলার ‘গৌরি এল’, ‘মিঠাই’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং স্টার জলসার ‘মন ফাগুন’। নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ পেয়েছে ৪.২। গত সপ্তাহের তুলনায় কমেছে মার্কিং, পেয়েছিল ৪.৪।

টিআরপির খেলা তো চলবেই। প্রতি বৃহস্পতিবারই বেরবে টিআরপির তালিকা। কাজের ফাঁকেই থাকবে নম্বরের উৎকণ্ঠা… কিন্তু দর্শকের ভালবাসা! এ যেন অমূল্য সম্পদ…

Next Article