Devlina Kumar: আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগে, কোন প্রসঙ্গে বললেন দেবলীনা?

Trolling: বরং কটাক্ষ, ট্রোল্ড, এই বিষয়গুলোকে তিনি রীতিমতো এড়িয়ে চলেন। তাঁর খারাপ লাগে। জোশ টকে তাঁকে বলতে শোনা যায়, সোশ্যাল মিডিয়ার ভাল খারাপ দুই দিকই আছে।

Devlina Kumar: আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগে, কোন প্রসঙ্গে বললেন দেবলীনা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 1:13 PM

দেবলীনা কুমার বেড়াতে যেতে বরাবরই তিনি ভীষণ ভালবাসেন। তাই মাঝেমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় কলকাতা ছেড়েছেন অভিনেত্রী। দেশ-বিদেশ নানা জায়গায় ঘুরে বেড়িয়ে সেখান থেকে গুচ্ছ গুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতিতে ইউরোপ ট্রিপ থেকেও ভাইরাল হয়েছে একগুচ্ছ পোস্ট। কখনও বিদেশের মাটিতে শাড়ি পড়ে কালচার নিয়ে পোস্ট করে নজর কেড়েছেন তিনি, কখনও আবার একাকী সময় কাটানোর খোশ মেজাজে পোস্ট। তবে কোনও ছবিতেই ছিলেন না তাঁর স্বামী গৌরব চক্রবর্তী। তবে কি তিনি এই ট্রিপে একাই গিয়েছিলেন! বারবার নেটিজেনরা এমনই প্রশ্ন করেছিলেন দেবলীনাকে।

তবে এবার তিনি নিজেই দিলেন এর উত্তর। সোশ্যাল মিডিয়ায় গৌরবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করলেন দেবলীনা। যার মধ্যে প্রতিটাই তোলা ইউরোপ ট্রিপ থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো পোস্ট করে তিনি লিখলেন, ”হঠাৎই আমি অনুভব করলাম গৌরবের সঙ্গে একটি ছবিও শেয়ার করা হয়নি”। আর তাতেই ঘটলো জল্পনার অবসান। তিনি আর গৌরবে যে গিয়েছিলেন বিদেশের মাটিতে ছুটি কাটাতে তা, একপ্রকার স্পষ্ট হয়ে গেল। তবে প্রতি নিয়ত এভাবে নেটিজ়েনদের চোখে আঙুলি দিয়ে তাঁদের ভুল প্রমাণ করার মতো মানসিকতার মেয়ে দেবলীনা নন।

বরং কটাক্ষ, ট্রোল্ড, এই বিষয়গুলোকে তিনি রীতিমতো এড়িয়ে চলেন। তাঁর খারাপ লাগে। জোশ টকে তাঁকে বলতে শোনা যায়, সোশ্যাল মিডিয়ার ভাল খারাপ দুই দিকই আছে। তবে তাঁকে যা সব থেকে বেশি স্পর্শ করে, তা হল মানুষ হয়ে মানুষকে প্রতি নিয়ত এভাবে কটাক্ষ করা। যাঁরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে সেলেবদের নামে যা ইচ্ছে তাই লিখে চলেছেন, তাঁদের কথা ভেবে আমার সত্যি খারাপ লাগে, আক্ষেপের সুর দেবলীনার কণ্ঠে। যদিও তিনি দাবি করেন, তিনি যো কেনও কাজের বিষয় ভীষণ সচেতন থাকেন। বিশেষ করে তাঁর বিধায়ক বাবা, ও উত্তমকুমারের পরিচয় জন্য।