বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ স্নেহা চট্টোপাধ্যায়। অনেকগুলো বছর ধরে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন ভাল-খারাপ দুই ধরনের চরিত্রেই। সম্প্রতি একটি প্ল্যাটফর্মে স্নেহা তাঁর জীবন সম্পর্কে নানা কথা বলেছেন। এবং এও স্বীকার করে নিয়েছেন যে, টলিপাড়ায় স্বজনপোষণ আছে।
স্নেহা বলেছেন, “ইন্ডাস্ট্রিতে আসার পর শুনেছিলাম ফেভারিটিজ়ম থাকে এবং আমি দেখেওছিলাম সেটা আছে। এটাতে আমি অন্যায় কিছু দেখতে পাই না। আমি ন্যায়-অন্যায়ের ঊর্ধ্বে গিয়ে বলছি যে, এখন যে সমস্ত হাউজ়ে আমি কাজ করি, প্রত্যেকটা হাউজ় একেকটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউজ়ের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ারিং করতে গেলে নানারকমের সমস্যা হয়। অনেক অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। সেটা এড়িয়ে চলার জন্য প্রত্যেক হাউজ় নিজের মতো করে আর্টিস্ট ব্যাকিং করে। সত্যি বলতে, আমাদের মানুষে-মানুষের মধ্যেও তো ফেভারিটিজ়ম থাকে। আমি একজনকে ভালবাসি, আর একজনকে বাসি না। এরকমটা তো হয়। সেটা প্রযোজক-অভিনেতার মধ্যেও হতে পারে। সুতরাং, বিষয়টাকে খুব নেতিবাচকভাবে আমি দেখি না। আমার একটা জিনিসই মনে হয় যে, কাজই সবচেয়ে বড় পিআর।”
১০ বছর বিবাহিত জীবন কাটানোর পর মা হলেন স্নেহা। সন্তান জন্মের আগে জীবনটা খুবই মসৃণ ছিল। মা হওয়ার পরও সন্তানকে নিয়েই সময় কাটছিল তাঁর। কিন্তু কাজে যুক্ত হওয়ার পর সন্তান যখন বলতে শুরু করল, ‘মা আজকে কাজে যেও না’, তখন সেই কথাকে উপেক্ষা করে কাজে যাওয়াকে স্নেহার মনে হত মস্ত বড় চ্যালেঞ্জ। নন-ফিকশন শো ‘ভ্যাবাচ্যাকা’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্নেহা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।