
রণজয় বিষ্ণু, কয়েক মাস আগেও যে নামটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের নাম। চুটিয়ে প্রেম করছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়া মাঝেমধ্যেই ছবি পোস্ট করতেন তাঁরা। সম্পর্ক নিয়ে তেমন কোনও রাখঢাক কখনও-ই করেননি এই জুটি। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। সোহিনী ও রণজয় একে অপরের পাশ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। যদিও এই জুটি বিচ্ছেদের পর এখ নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। একদিকে যেমন সোহিনী একের পর এক দাপুটে চরিত্রের কাজ করে চলেছেন, তেমনই আবার রণজয় বর্তমানে এক হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিক সম্প্রচার শুরু হবে শীঘ্রই।
তারই শুটিং চলছে বর্তমানে কাশ্মীরে। কলকাতায় হয়ে গেল শুট। এবার পাহাড় কোল থেকেই ছবি শেয়ার করে চর্চায় রণজয়। আর তাঁর পাশে কে বসে জানেন? তিনি হলেন পত্রালী চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই হিন্দি টেলি জগতের সঙ্গে যুক্ত পত্রালী। তিনিও রয়েছেন এই ধারাবাহিকে। তাই শুটিং মাঝে অবসরে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন রণজয়। যা দেখামাত্রই অনেকেই মনে করছেন তাঁদের মধ্যে বোধহয় বাড়ছে সম্পর্কের উষ্ণতা। যদিও এমন কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। বর্তমানে তাঁরা কেবলই সহকর্মী। কাজের সূত্রেই রয়েছেন কাশ্মীরে। আর সেই ফাঁকেই ছোট্ট ট্রেকিং, যদিও নেট দুনিয়ার ইঙ্গিত অন্য কিছু। কার সঙ্গে ছবি পোস্ট করেছেন রণজয় তা দেখতে ভিড় নেটদুনিয়ায়। রণজয় এখন তাঁর নতুন ধারাবাহিকের কাজ নিয়ে বেশ ব্যস্ত। এই ধারাবাহিকের অনেকটা অংশই শুট হবে কাশ্মীরে। কলকাতায় মাত্র দুই দিন শুট হয়। তারপরই টিম ফিরে যায় মুম্বইতে। এই ধারাবাহিকে বাংলার অনেক স্টারই রয়েছেন। রয়েছেন ঋষি কৌশিক।