AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neel-Trina: নীল স্ত্রী তৃণার থেকে হঠাৎ কেন চাইছেন মুক্তি! দেখুন ভিডিয়ো

Neel-Trina: নীলের মতো ব্যথিত স্বামীরা সমর্থন করেছেন। নীলায়ন নামে জনৈক ভক্তের মন্তব্য, ‘কেউ অন্তত সত্যি অনুভূতিটা বুঝতে পারছেন’।

Neel-Trina: নীল স্ত্রী তৃণার থেকে হঠাৎ কেন চাইছেন মুক্তি! দেখুন ভিডিয়ো
নীল কেন তৃণার থেকে মুক্তি চাইছেন!
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 11:15 PM
Share

‘আমি বেমানান, কেন থাকব যুক্তি দাও… আমায় মুক্তি দাও’, বলছেন নীল ভট্টাচার্য। কার থেকে মুক্তি চাই তাঁর? তৃণা সাহা, মানে তাঁর স্ত্রী থেকে। হঠাৎ কী হল তাঁদের মধ্যে?  আসলে পুজো এসেছে। শপিং চলছে, তৃণার শপিংয়ের জন্য টাকা চাই। শুধু টাকা নয়, ক্রেডিট কার্ড পর্যন্ত নিয়ে নেয় তৃণা। বউকে এই সব কিছু দিতে দিতে কেঁদে ভাসাচ্ছেন নীল। কোন যুক্তিতে বউয়ের সঙ্গে থাকবেন সেই প্রশ্ন তাঁর। দেব-প্রসেনজিৎ অভিনীত ছবি কাছের মানুষ ছবির গান দিয়ে ভিডিয়ো করে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নীল। যেখানে দেখা যাচ্ছে কীভাবে তৃণা তাঁর থেকে টাকা, ক্রেডিড কার্ড নিয়ে নিচ্ছেন।

নীল ভিডিয়ো শেয়ার করে প্রশ্ন তুলেছেন। কী উত্তর দিলেন তাঁর ভক্তরা?  নীলের মতো ব্যথিত স্বামীরা সমর্থন করেছেন। নীলায়ন নামে জনৈক ভক্তের মন্তব্য, ‘কেউ অন্তত সত্যি অনুভূতিটা বুঝতে পারছেন’। সঙ্গে হাসির ইমোজি। ‘আবেগ আমাদের হৃদয়ের ভেতর থেকে আসে’। নীলও হাসির ইমোজি সহ উত্তর দিয়েছেন। একজন ভক্ত কষ্ট সহ্য করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে কেষ্ট হওয়ার থেকে কষ্ট সহ্য করা অনেক মিষ্টি। একজন তো আবার পুরনো প্রবাদ তুলে এনে লিখেছেন,  ‘এক সময় একজন দেবী বলেছিলেন তাঁর দেব কে, ” বিয়ের পর তোমার টাকা আমার, কিন্তু আমার টাকা শুধুই আমার…” আপনি কী এটা অনুসরণ করছেন @নীল_ভট্টাচার্য স্যার জি.. ঠিক বল্লাম না?’

পুরুষদের এই সব মন্তব্য দেখে চুপ নেই তৃণার অনুরাগীনীরা। একজন তিনি ঠিক করেছেন বলে, তাঁকে সমর্থন করেছেন।সিনেমার গানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন রিল করার জন্য তাও বলেছেন ভক্তরা।

অন্যদিকে দেব খুব খুশি তাঁদের ছবির গান এমন সুন্দর করে ব্যবহার করে ছবির প্রচারে সাহায্য করার জন্য। ভালবাসা ইমোজি দিয়ে দেব ‘লাভ ইউ গাইস’ বলেছেন। নীলও তাঁর ইন্ডাস্ট্রির দাদার মন্তব্য উত্তর দিয়েছেন, ‘লাভ ইউ দাদা’।