Kapil Sharma: ‘আমি যথেষ্ট রোজগার করি’, কোন খামতির জন্য ৯ ছবির অফার ফেরালেন কপিল

Kapil Sharma: ছবির ট্রেলার দেখা মাত্রই একের পর এক ছবির অফার আসছে তাঁর কাছে। তবে সেই ছবির কাজ এক বাক্যে ফিরিয়ে দিচ্ছেন কপিল। কিন্তু কেন? নিজেই জানালেন উত্তর। 

Kapil Sharma: 'আমি যথেষ্ট রোজগার করি', কোন খামতির জন্য ৯ ছবির অফার ফেরালেন কপিল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 11:26 AM

কপিল শর্মা, যাঁর মূল পরিচিতিই হল তিনি কমেডিয়ান। যাঁর এক একটি কথায় হাজার হাজার মানুষের মুখে হাসি লেগে থাকে। সেই কপিল শর্মাকে নিয়েই চর্চা এবার তুঙ্গে। একাধিক ছবি করেছেন তিনি তাঁর কেরিয়ারে। মজার এই ব্যক্তির সঙ্গে প্রায় সকল সেলেবই আড্ডার ঠাট্টায় মেতে ওঠেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর দ্য কপিল শর্মা শো-এর এক একটি এপিসোড। বলিউডেও ডেবিউ করেছেন অনেক আগেই। এবার কপিল শর্মা তাঁর আমাগী ছবির প্রচারে নজর দিলেন। জুইগ্যাটো-তে তাঁকে এক ডেলিভারি বয়-এর ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি সেই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন তিনি।

ফুড ডেলিভারি বয়-এর ভূমিকাতে অনবদ্য লাগছে কপিলকে। রীতিমতো ভাইরাল তাঁর ছবির লুক। পরিচালক নন্দিতা দাসের ফ্রেমে অন্যরূপে ধরা দিলেন কপিল শর্মা। যে নামটার সঙ্গে সকলের এক গাল হাসি জড়িয়ে থাকে, এবার সেই চরিত্রই ছক ভেঙে এক অন্য গল্প বলতে চলেছেন পর্দায়। ছবির নাম জুইগাটো। ইতিমধ্যেই ছবিটি দেখান হয়েছে Toronto International Festival-এ। ছবির ট্রেলার দেখা মাত্রই একের পর এক ছবির অফার আসছে তাঁর কাছে। তবে সেই ছবির কাজ এক বাক্যে ফিরিয়ে দিচ্ছেন কপিল। কিন্তু কেন? নিজেই জানালেন উত্তর।

নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল শর্মা বলেন, ”জুইগ্যাটো ছবির ট্রেলার মুক্তির পর আমি মোট ৯টা ছবির প্রস্তাব পাই। তবে প্রতিটা ছবিই খুব সিরিয়াস। তবে অধিকাংশ চিত্রনাট্যকারই তাঁদের লেখা নিয়ে সিরিয়াস নন (হাসির সঙ্গে জানান)। তবে কি কপিল আর ছবি করবেন না! কপিল না থেমে বলে চলেন, আমি ঊশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার কাছে বহু ভাল কাজ আছে। তা থেকে আমি ভাল টাকা রোজগারও করে থাকি। তবে আমার কমফোর্ট জ়োন থেকে যদি বেরিয়ে কাজ করতে হয়, তবে তা ভালর জন্যই হবে। আমার ভাল চিত্রনাট্য চাই। আমি সেই ছবি করতে চাই যা আমার অন্তরকে স্পর্শ করবে। টাকার জন্য ছবি করতে চাই না। আমি যথেষ্ট রোজগার করি, আমি ভীষণ বড়লোক।”