Untold Story: ‘এপিসোড পিছু ২.৫ লাখ টাকা দিলেও সিরিয়ালে অভিনয় করব না’, বিস্ফোরক করণ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 17, 2022 | 2:33 PM

Hindi Serial: করণ কুন্দ্রার কথায়, তিনি সিরিয়ালে আর অভিনয় করবেন না। সে তাঁকে যত বেশি টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন।

Untold Story: এপিসোড পিছু ২.৫ লাখ টাকা দিলেও সিরিয়ালে অভিনয় করব না, বিস্ফোরক করণ

Follow Us

করণ কুন্দ্রা, বর্তমানে টিভি-দুনিয়ায় এক জনপ্রিয় নাম। সিরিয়ালের দরুণ করণের সঙ্গে দর্শকদের পরিচিতি হয়েছে ১৪ বছর আগেই। তখন বিভিন্ন সিরিয়ালে দেখা যেত করণকে। কেরিয়ারের শুরুতে খুব বেশি টাকা আয় না হলেও করণ পরিচিতি পেয়েছিলেন ব্যাপকভাবে। প্রথম ধারাবাহিকের নাম কিতনি মহব্বত হ্যায়। মাত্র চার হাজার টাকার জন্য করণ কুন্দ্রা এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। আয়ের মুখ সেভাবে না দেখলেও তিনি টেলি জগতে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন। এরপর তিনি রিয়ালিটি শো-তেও অংশ নেন। এখানেই শেষ নয়, সেই সময় একে একে বহু ধারাবাহিকের প্রস্তাব আসতে থাকে। কখনও ২৫ হাজার, কখনও আবার বিগ ব্র্যান্ড। কিন্তু তিনি আর ধারাবাহিক করতে সেই সময় রাজি ছিলেন না।

কিছুদিনের বিরতীতে আবারও তিনি সিরিয়াল করতে রাজি হয়ে যান, যখন তাঁকে ১.২ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়। একতা কাপুরের দিল হি তো হ্যায় ধারাবাহিকে দেখা যায় তাঁকে। এরপর আবারও বিরতি। রিয়ালিটি শো-এর বিচারক বা সঞ্চালক, কখনও কখনও প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। তবে সম্প্রতি করণ আবারও পাচ্ছেন এক গুচ্ছ সিরিয়ালের প্রস্তাব। কিন্তু কোনও প্রস্তাবেই রাজি নন করণ। কারণ জানালেন নিজেই।

করণ কুন্দ্রার কথায়, তিনি সিরিয়ালে আর অভিনয় করবেন না। সে তাঁকে যত বেশি টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন। ২.৫ লাখ টাকা এপিসোড পিছু দেওয়া হলেও তিনি রাজি নন। কারণ হিসেবে তিনি জানান, ধারাবাহিকমানে এক দীর্ঘ প্রতিশ্রুতির পালা। খুব কম করে এক থেকে দু-বছর আটকে যাওয়া। তিনি বর্তমানে নতুন নতুন কাজে নিজেকে পরীক্ষা করে দেখতে চান। চান জীবনটাকে উপভোগ করতে। এখানেও শেষ নয়, তিনি আরও জানান, যে ট্রাভেল করতে ইচ্ছুক বর্তমানে। তাই নিজেকে আগামী দুবছরের জন্য আটকে দিতে কোনও মতেই রাজি নন। তাই করণ এখন অন্যস্বাদের কাজের খোঁজে।

Next Article