Rakhi Sawant: বিমানে টানা ২ ঘণ্টা অঝোরে কান্না, দিল্লিতে কী এমন ঘটল রাখীর সঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 20, 2022 | 1:27 PM

Viral Video: কিছু বুঝতে না পেরে সেখান থেকে পরের বিমান ধরেই ফিরে আসেন মুম্বইতে। টানা দুঘণ্টা ধরে তিনি কেঁদেছিলেন বিমান।

Rakhi Sawant: বিমানে টানা ২ ঘণ্টা অঝোরে কান্না, দিল্লিতে কী এমন ঘটল রাখীর সঙ্গে...

Follow Us

রাখী সাওয়ান্ত, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের নিত্যদিন কোনও না কোনও খবর সামনে এসেই থাকে। নয় পাপরাজিৎদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি, নয়তো বিতর্কিত মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে উঠতে দেখা যায়। সম্প্রতি রাখী সাওয়ান্ত তাঁর বৈবাহিক জীবন ছেড়ে বেরিয়েছেন। এরপরই আদিলের সঙ্গে দিব্যি প্রেম করছিলেন। প্রকাশ্যে একাধিকবার তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতেো দেখা যায়। জিম থেকে শুরু করে শপিং, সর্বত্রই তাঁরা একসঙ্গে গিয়ে থাকেন। তবে এবার কি সেই সম্পর্কেও ঘটল ছন্দপতন! তেমনই ইঙ্গিত মিলল রাখীর কথায়।

মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন তিনি প্রেমিক আদিলের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে একের পর এক ফোন করলেও মেলেনি উত্তর। এখানেই শেষ নয়, দেখাও করতে আসেননি আদিল। যার ফলে রীতিমত সমস্যা সৃষ্টি হয়ে যায়। তিনি কিছু বুঝতে না পেরে সেখান থেকে পরের বিমান ধরেই ফিরে আসেন মুম্বইতে। টানা দুঘণ্টা ধরে তিনি কেঁদেছিলেন বিমান। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই তিনি পাপরাজিৎদের ক্যামেরায় ফ্রেমবন্দি। দেখা মাত্রই সকলে গেলেন চমকে। চোখের কাজল রয়েছে ঘেঁটে, ফুঁপিয়ে কেঁদে রাখী জানালেন তাঁর প্রেমিকের আচরণের কথা।

কথা দিয়ে কথা রাখেননি আদিল। তাই চোখের জলেই ভসলেন। তবে অভিমান করে জানালে ভুললেন না, যে তিনি আর একবারও ফোন করবেন না তাঁর প্রেমিককে। আত্মসম্মান বলেও তো একটি বিষয় আছে! এমনটাই স্পষ্ট জানালেন তিনি।কয়েকদিন আগেই তিনি তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। কীভাবে একের পর এক মানুষকে বিশ্বাস করে ঠকেছিলেন অতীতে। কেউ শরীরের চাহিদা মেটাতে, কেউ আবার কেরিয়ারের তাগিদে তাঁকে ব্যবহার করেছে। এবার আদিলকে নিয়েও একই ইঙ্গিত দিলেন।

Next Article