Shruti Das Wedding: বিয়ে হয়ে গেলেও কীসে ভয় শ্রুতির? ‘রাঙাবউ’ জানালেন সমস্যার কথা

Tollywood Inside: সম্প্রতি দিদি নম্বর ১-এ এসে অভিনেত্রী সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, তিনি এখনও তাঁর মা-বাবারই। আইনিমতে বিয়ে হলেও এখনও করেননি তিনি সামাজিক বিয়ে। কোন ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাঁকে? 

Shruti Das Wedding: বিয়ে হয়ে গেলেও কীসে ভয় শ্রুতির? 'রাঙাবউ' জানালেন সমস্যার কথা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 7:49 PM

শ্রুতি দাস। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক তাঁর জনপ্রিয়। দর্শকদের মনে অভিনয়ের দাপটে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ভালবেসে বিয়ে করেছিলেন পরিচালক স্বর্ণেন্দু দাসকে। কিছুদিন আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা। একসঙ্গে কিনেছেন দুটি ফ্ল্যাট। শ্রুতির মা-বাবা চাননি জামাই স্বর্ণেন্দু দাসের সঙ্গে থাকতে, তাই একই বিল্ডিং-এ জোড়া ফ্ল্যাট কিনেছেন তাঁরা। যার দোতলাতে থাকে শ্রুতির পরিবার, তিনতলায় থাকে স্বর্ণেন্দু সমাদ্দারের পরিবার। সম্প্রতি দিদি নম্বর ১-এ এসে অভিনেত্রী সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, তিনি এখনও তাঁর মা-বাবারই। আইনিমতে বিয়ে হলেও এখনও করেননি তিনি সামাজিক বিয়ে। কোন ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাঁকে?

শ্রুতি জানালেন, তিনি আইনি মতে বিয়ে করলেও তিনি সামাজিক বিয়েতে বেশ ভয় পাচ্ছেন। কারণ একটাই, সেটা হল বিস্তর পরিমাণ অর্থ খরচ। মোটা টাকা খরচ হয়ে যাবে বিয়ে করতে। দুটি ফ্ল্যাট কিনে কি আদপে সেই পরিমাণ খরচ করা সম্ভব? হয়তো নয়। আর সেই ভয়েই সামাজিক বিয়ে থেকে পিছিয়ে যাচ্ছেন শ্রুতি দাস। শুনে হেসে ফেলেন রচনা। শ্রুতি তবে কী প্ল্যান? এদিন তাও খোলসা করেন অভিনেত্রী। জানিয়ে দেন তিনি স্থির করেছেন ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসবেন। আর ২০৩০ সালে তিনি সন্তান নেবেন। শুনে হেসে রচনা বলেন এতো দেরি?

শ্রুতি দাসের ধারাবাহিক রাঙাবউ সদ্য শেষ হয়েছে। এখন তিনি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। পাশাপাশি দুই ফ্ল্যাটের কাজও চলছে। তা নিয়েও ব্যস্ততা তুঙ্গে। অর্থাৎ এখন তিনি সংসারে মন দিয়েছেন। নজর দিয়েছেন নিজেদের দুই ফ্ল্যাট সাজাতে। সংসার কিছুটা গুছিয়ে তিনি আবারও ফিরবেন ক্যামেরার সামনে। তবে এখন তিনি স্বর্ণেন্দুর সঙ্গে থাকছেন না। মা বাবার কাছেই থাকেন। যখন ইচ্ছে হয় নিচ-ওপর করেন। যখন যার কাছে ইচ্ছে, সেখানেই থাকেন তিনি। আইনিমতে বিয়ের আগেই এই দুই ফ্ল্যাট কিনেছেন তাঁরা।