বর্তমানে সর্বাধিক চর্চিত রিয়্যালিটি শো হল বিগ বস। শুরু হতে চলেছে সলমন খান সঞ্চালিত সব থেকে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। যা নিয়ে এখন চর্চাও তুঙ্গে। এবার ১৭ তম সিজনে একাধিক চমক লুকিয়ে, এমনটাই জানিয়েছেন ভাইজান। এবারের সিজনের প্রোমোতে জানিয়ে দিয়েছিলেন সলমন খান খেলা সকলের জন্যে মোটেও সহজ হবে না। এই রিয়্যালিটি শোয়ের খবর প্রকাশে আসার পাশাপাশি চর্চায় উঠে এসেছিল সলমন খানের পারিশ্রমিকও। মোটা টাকা নাকি সঞ্চালনার জন্য পকেটে পুড়ছেন ভাইজান। তবে এ কী? সদ্য মুক্তি পাওয়া এক প্রোমোতে দেখা গেল সঞ্চালনার কাজে ব্যস্ত রয়েছেন কঙ্গনা রানাওয়াত।
তাহলে সলমন খান? না, অবাক হওয়ার কিছু নেই। সলমন খানের এই শোয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। আর তিনি সলমন খান প্রবেশ করার আগে নিজেই নিজের পরিচিতি দিয়ে সঞ্চালনার কাজ কিছুটা মজার ছলেই করছিলেন। এরপরই পেছন থেকে এন্ট্রি ভাইজান। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বেশ হাসি ঠাট্টায় মেতে কাটতে দেখা গেল তাণর সময়। মজা ঠাট্টার মাঝে কথা হয় ছবি নিয়েও। বর্তমানে বিগ বস-এর এই প্রোমো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সলমন খানের সম্পর্ক প্রকাশ্যে কখনও তিক্ত হতে দেখা যায়নি। তাই তাঁদের সমীকরণ খুব একটা চোখে লাগলো না। হাসি ঠাট্টের মাঝে কাটানো কিছু ক্লিপিং দিয়ে তৈরি এই প্রোমো তাই দর্শক মনে বেশ জায়গা করে নিল। এখন দেখার বিগ বস-এর মঞ্চে এই শো আর কী কী খেল দেখায়।