Tolly Inside: রিমঝিমের ভাই হয়ে গেলেন বয়ফ্রেন্ড! ‘দেখে পুরো হতবাক হয়ে গেলাম’
Tolly Inside: সামাজিক মাধ্যমে কত কী যে রটে! তার সবটাই যে ঘটে এমনটা কিন্তু নয়। তবে ওই যে প্রভাব বড় মারাত্মক। কালো হয়ে যায় সাদা, আবার কখনও বা ঠিক তাঁর উল্টোটা। এই যেমন রিমঝিম মিত্র--- ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। তিনিই পড়েছেন এক মহাবিড়ম্বনায়।
সামাজিক মাধ্যমে কত কী যে রটে! তার সবটাই যে ঘটে এমনটা কিন্তু নয়। তবে ওই যে প্রভাব বড় মারাত্মক। কালো হয়ে যায় সাদা, আবার কখনও বা ঠিক তাঁর উল্টোটা। এই যেমন রিমঝিম মিত্র— ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। তিনিই পড়েছেন এক মহাবিড়ম্বনায়। তাঁর নিজের ভাই হিয়ে গিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড! কী করে? এক জনপ্রিয় পেজ থেকে শেয়ার করা হয়েছে রিমঝিমের এক ছবি। যে ছবিতে রিমঝিম কিন্তু একা নেই, রয়েছেন এক পুরুষও। ওই ছবিই শেয়ার করে লেখা হয়, “রিমঝিম মিত্রের বয়ফ্রেন্ড’ — যে দেখে নায়িকা কী করবেন বুঝতেই পারছেন না। কেন? কারণ, যে ব্যক্তিকে রিমঝিমে বয়ফ্রেন্ড ট্যাগ দেওয়া হয়েছে, তা আদপে তাঁর ভাই। সেই স্ক্রিনশটই শেয়ার করে রিমঝিম লিখেছেন, “অসাধারণ “। অবাক তাঁর আত্মীয় পরিজন ও কাছের বন্ধুরাও। একজন লিখেছেন, “দেখে পুরো হতবাক হয়ে গিয়েছি।” আর একজন লিখেছেন, “সত্যি কিচ্ছু বলার নেই, যা পারে তাই শুরু করে দিয়েছে! একবার যাচাইও করবে না?” তবে এমন ঘটনার স্বীকার রিমঝিমই কিন্তু প্রথম নন। তারকাদের ক্ষেত্রে হামেশাই দেখা যায় এমন ঘটনা। শুধু কি তাই, ছবির ইম্পোজ করা, বিকৃত করা– ইত্যাদি নানা ঘটনার কথা সামনে আসে। এবার তা থেকে ছাড় পেলেন না রিমঝিমও।
প্রসঙ্গত, কিছু দিন আগেই রিমঝিমের জীবনে ঘটে গিয়েছে এক বড়সড় বিবর্তন। একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তবে তিন বছর যেতে না যেতেই পদ্মশিবির ত্যাগ করেন তিনি। ১০০ দিনের টাকার দাবি, আবাসের ঘরের টাকা চেয়ে রাজভবনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল। সেখানেই হাজির হন রিমঝিমও। প্রতিবাদ সভায় এসে তিনি বলেন, “কোনও রাজনৈতিক মঞ্চে আসছি ভেবে আজ আমি আসিনি। আমি মনে করি যে দলেরই সমর্থক হোন না কেন, গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের বিরুদ্ধে গলা তুলতে হবে। তা না করলে আর মানুষ বলে মনে করবে না কেউ। কিন্তু আমি মনে করি আমার মধ্যে কিছুটা মনুষ্যত্ব আছে। আমার বিবেক আমাকে এই মঞ্চে নিয়ে এসেছে।”