শেহনাজের জীবনের অতীত ঘিরে থাকা অন্ধকার অধ্যায় কাটিয়ে ওঠার চেষ্টা। বিগ বস-এর সেটেই প্রথম পরিচয় ঘটে ভক্তদের সঙ্গে। তবে থেকেই পথচলা শুরু, মিষ্টি স্বভাবের একটি মেয়ে, যাঁর প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা একাধিক অধ্যায়ের কেন্দ্রে ছিল একটাই নাম, সিদ্ধার্থ শুক্লা, সিডনাজ বলেই পরিচিত তিনি নেট দুনিয়ায়। একের পর এক ভক্তেদর মনে যখন জায়গা করে নিতে শুরু করে, ঠিক তখনই ঘটে ছন্দপতন। সলমন খানের কথায় পঞ্জাবের ক্যাটরিনা, তবে শরীরের বাড়তি মেদ ঝড়িয়ে তিনি সর্বদাই ঝড়ের গতীতে এগিয়ে যেতেই চেয়েছিলেন। একই স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থ শুক্লা। নিজেদের মধ্যে কোথাও যেন সেই স্বপ্নকেই গেঁথে নিয়েছিলেন শেহনাজ, একের পর এক ভলো কাজ করার পরিকল্পনা যখন করছিলেন, ঠিক সেই সময়ই ঘটে ছন্দপতন।
তবে সেই গভীর ক্ষত নিজের মনেই গেঁথে রেখেছেন শেহনাজ গিল। এখন তিনি নতুন উদ্যমে শুরু করেছেন কাজ। কীভাবে প্রতিটা পদে পদে নিজেকে গুচ্ছিয়ে নিচ্ছেন তিনি, তা আজ সকলের সামনে স্পষ্ট। সেই সমীকরণ বজায় রেখেই বর্তমানে তিনি সলমন খানের কাছের মানুষ। এখন টিনসেল টাউনে কোমড় বেঁধে নেমে পড়তে নতুন করে কাজ শুরু করলেন শেহনাজ। ডাব্বু রতনানির সঙ্গে চলছে ফোটোশ্যুটের কাজ। এবার নতুন লুকে দেখা যাবে শেহনাজকে। তেমনটাই ভিডিও শেয়ার করে জানালেন ডাব্বু। পেছন থেকে ধরা দিলেন শেহনাজ। বহুদিন পর মুখে হাসি অভিনেত্রীর।
ঈদেও তার ব্যতিক্রম ঘটল না। বরং তাঁর সরল মনের কাণ্ড এখন মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ার পাতায়। সলমনের ঈদের পার্টিতে তিনি হাজির। তাঁকে ছাড়তে আসতে হবে গেট পর্যন্ত, এমনটাই আবদার। বাড়ির সামনে এসেও তিনি হাত ছাড়লেন না, যেতে হবে গাড়ি পর্যন্ত, তাই হল। আর ভিডিয়ো হল টিনসেল টাউনের পাপরাজিৎদের ক্যামেরায় ফ্রেমবন্দি। এই ভিডিয়োতেই এখন মেতে ভক্তমহল।