
বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় নির্মিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলার অধিকাংশ সিনেমা হলেই মুক্তি পাচ্ছে না। তবে আগামিকাল দেশজুড়ে বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। শিরোনাম ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে এই ছবি। নামকরণ থেকে শুরু করে বাংলার রাজনৈতিক দিক নিয়ে নানা বিতর্কের মুখে পড়েছে। এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের ‘বাগি ৪’-এর সঙ্গে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ হচ্ছে ‘দ্য ফাইলস ট্রিলজি’-র তৃতীয় কিস্তি। প্রথম কিস্তি ছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং দ্বিতীয়টি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২৩)।
‘দ্য কাশ্মীর ফাইলস’ শুধুমাত্র জনপ্রিয়তাই অর্জন করেনি বরং বক্স অফিসেও একটা মাইলফলক স্পর্শ করেছিল—ভারতে এটি আয় করে ২৫২.২৫ কোটি এবং বিশ্বব্যাপী ৩৪১ কোটি। ২০২৩ সালের এই সিনেমায় অনুপম খের এবং দর্শন কুমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি ভারতে ৩.৫৫ কোটি আয় করে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল। এখন প্রশ্ন উঠছে, নতুন ছবিটা কি আগের সিনেমার রেকর্ড ভাঙবে, নাকি পিছিয়ে পড়বে?
একটা প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ভারতে এখন পর্যন্ত ৪৯৩৫টি টিকিট বিক্রি করেছে। যার পরিপ্রেক্ষিতে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪.৪৯ লক্ষ (ব্লক সিট ছাড়া) এবং ৪৪.৫১ লক্ষ (ব্লক করা সিট সহ)। মহারাষ্ট্র শীর্ষে রয়েছে সর্বোচ্চ ৪.৬২ লক্ষ আয়ের জন্য। এরপর রয়েছে তেলেঙ্গানা, দিল্লি এবং কর্ণাটক। এখনও পর্যন্ত ‘দ্য বেঙ্গল ফাইলস’ তার আগের ভাগ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুক্তির দিনের বক্স অফিস রেকর্ড ভাঙার কোনও ইঙ্গিত দেয়নি।