AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একেনবাবু ছবিতে বড় চমক, ‘বেনারসে বিভীষিকা’য় এবার কোন নায়ক?

টিজারেই দেখা মিলেছে বেনারসের ঘাট, গঙ্গা আরতি, আর পুরনো শহরের তাক লাগানো অলিগলি। আর টিজারের শুরুতেই রয়েছে বড় চমক — একেনবাবুর সঙ্গে দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়-কে। রহস্যের মোড়কে ঢাকা কাহিনিতে এবার আরও বেশি উত্তেজনা, আর প্রতিবারের মতোই থাকছে একেনবাবুর ঠাসা পাঞ্চলাইন

একেনবাবু ছবিতে বড় চমক, ‘বেনারসে বিভীষিকা’য় এবার কোন নায়ক?
| Edited By: | Updated on: Apr 20, 2025 | 2:45 PM
Share

রহস্য আর রোমাঞ্চে ভরপুর নতুন অভিযান নিয়ে আবার ফিরছেন সকলের প্রিয় গোয়েন্দা একেনবাবু (অনির্বাণ চক্রবর্তী)। প্রকাশ্যে এল তাঁর নতুন সিনেমা ‘একেনবাবু: বেনারসে বিভীষিকা’-র টিজার। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ও হইচই প্রযোজিত এই ছবিতে এবার একেনবাবুর গন্তব্য কাশীধাম। তার সঙ্গে রয়েছেন চেনা দুই সঙ্গী— বাপিবাবু (সুহোত্র মুখোপাধ্যায়) ও প্রমথবাবু (সোমক ঘোষ)।

টিজারেই দেখা মিলেছে বেনারসের ঘাট, গঙ্গা আরতি, আর পুরনো শহরের তাক লাগানো অলিগলি। আর টিজারের শুরুতেই রয়েছে বড় চমক — একেনবাবুর সঙ্গে দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়-কে। রহস্যের মোড়কে ঢাকা কাহিনিতে এবার আরও বেশি উত্তেজনা, আর প্রতিবারের মতোই থাকছে একেনবাবুর ঠাসা পাঞ্চলাইন। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে, চলতি বছরের শুরুতেই ছবি নিয়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। গোটা টিম ইতিমধ্যেই ফিরেছে বেনারসের শুট সেরে।

এই ছবিতে একেনবাবু ও তার দুই সহচর ছাড়াও রয়েছেন ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায় ও ঋষভ বসুর মতো একাধিক পরিচিত মুখ। ছবি বড়পর্দায় মুক্তি পাবে ১৬ মে। যদিও ছবির টিজার ইতিমধ্যেই সকলের মনে ঝড় তুলেছে। আগ্রহ বাড়িয়েছে ছবিকে কেন্দ্র করে। গরমের ছুটিতে গোয়েন্দা গল্পের থেকে ভাল উপহার যেন দর্শকদের কাছে আর দুটো নেই। ‘বেনারসে বিভীষিকা’ একেনবাবুর অনুরাগীদের জন্য নিঃসন্দেহে এক জমজমাট উপহার হতে চলেছে। এখন দেখার নতুন রহস্যে কতটা মন ভরে দর্শকদের।