২৩ বছর পর পরিচালকের আসনে অনুপম খের, ছবি মুক্তির আগেই জয়জয়কার

অনুপম খের ছবিটি নিয়ে বলেন, “তনভি শুধুই একজন চরিত্র নয়—সে এক বিপ্লব। এটি আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবিগুলির একটি।” তিনি আরও যোগ করেন, “তনভির সাহস আমাদের সবাইকে বদলে দিয়েছে।”

২৩ বছর পর পরিচালকের আসনে অনুপম খের, ছবি মুক্তির আগেই জয়জয়কার

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 25, 2025 | 5:29 PM

দীর্ঘ ২৩ বছর পর আবার পরিচালকের আসনে ফিরলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তাঁর নতুন ছবি “তনভি: দ্য গ্রেট” ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে। দর্শকদের মধ্যেও গভীর ছাপ ফেলেছে। খের এই ছবি প্রসঙ্গে বলেন “সেই  প্রত্যেক শিশুর প্রতি শ্রদ্ধা, যারা অন্যভাবে স্বপ্ন দেখে এবং সাহসের সঙ্গে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়।”

ছবির মূল কাহিনি তনভি রায়নার জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে—একজন অটিজম আক্রান্ত মেয়ে, তার প্রয়াত বাবার অসমাপ্ত মিশন পূরণে যাত্রা শুরু করে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে। যা শুধুমাত্র মানসিক বা শারীরিক লড়াইয়ের গল্প নয়—বরং এ এক অদম্য সাহস, স্থির মনোবল এবং আত্মবিশ্বাসের গল্প।

ছবিটি কান-এ প্রদর্শিত হওয়ার পর সম্প্রতি নিউইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে (১৯ জুন) প্রদর্শিত হয়, যেখানে হল ভর্তি দর্শক—সহ কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো—ছবি দেখে দাঁড়িয়ে সম্মান জানান। এরপর টেক্সাসের হিউস্টন ও অস্টিনে প্রদর্শনের সময়ও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া গিয়েছে।

নবাগত অভিনেত্রী শুভাঙ্গী দত্ত তনভির চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু তনভিতে অভিনয় করিনি, আমি ওই চরিত্র হয়ে উঠেছি। তনভি আমাকে শিখিয়েছে—চুপ থাকার অর্থ দুর্বলতা নয়, বরং তা সবচেয়ে গভীর শক্তির প্রকাশ।”

অনুপম খের ছবিটি নিয়ে বলেন, “তনভি শুধুই একজন চরিত্র নয়—সে এক বিপ্লব। এটি আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবিগুলির একটি।” তিনি আরও যোগ করেন, “তনভির সাহস আমাদের সবাইকে বদলে দিয়েছে।” এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক অভিনেতা ইয়ান গ্লেন, জ্যাকি শ্রফ, বোমান ইরানি, অর্জুন স্বামী, পল্লবী জোশী, করণ টাক্কার এবং নাসার। “তনভি: দ্য গ্রেট” আগামী ১৮ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে।