কপিলের শোয়ে অতিথি সলমন, তারপরই কোন শাস্তি পেলেন কপিল

এর আগে দু' টো সিজনের ওপেনিং এপিসোড চর্চিত হয়ে রয়েছে। আলিয়া ভাটের এপিসোড ১.২ মিলিয়ন ভিউ করতে সক্ষম হয়েছিল। কিন্তু তার আগে সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় ছবির নতুন রাম রণবীর কাপুর। সিজন ওয়ানের প্রথম এপিসোডে রণবীর দখলে এনেছেন ২.৪ মিলিয়ন ভিউ।

কপিলের শোয়ে অতিথি সলমন, তারপরই কোন শাস্তি পেলেন কপিল

| Edited By: Bhaswati Ghosh

Jul 11, 2025 | 7:48 AM

সম্প্রতি কপিল শর্মা যে সিজন করছেন তাঁর টক শো-এর, সেটা সলমন খানের উপস্থিতি দিয়ে শুরু হয়েছিল। কবে বিয়ে করবেন সলমন থেকে আরও খুঁটিনাটি, এসব প্রশ্ন করেছিলেন কপিল অকপটে। ১.৬ মিলিয়ন ভিউ পেয়েছিল এই এপিসোড। ভিউয়িংয়ের ঘণ্টা ১.৯ মিলিয়ন। এর পরের এপিসোডে ‘মেট্রো ইন দিনো’ ছবির কাস্ট আসে। প্রথম আর দ্বিতীয় এপিসোড মিলিয়ে ভিউ আটকে গিয়েছে ২ মিলিয়নে। এরপর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটা এপিসোড করেছেন কপিল। সেখানে হুড়মুড়িয়ে পড়েছে ভিউয়ারশিপ। ১.২ মিলিয়ন ভিউ। সেটা প্রথম আর দ্বিতীয় এপিসোডের সঙ্গে মিলিয়ে। ৩.৭ মিলিয়নে থমকেছে ভিউয়িংয়ের ঘণ্টা।

এর আগে দু’ টো সিজনের ওপেনিং এপিসোড চর্চিত হয়ে রয়েছে। আলিয়া ভাটের এপিসোড ১.২ মিলিয়ন ভিউ করতে সক্ষম হয়েছিল। কিন্তু তার আগে সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় ছবির নতুন রাম রণবীর কাপুর। সিজন ওয়ানের প্রথম এপিসোডে রণবীর দখলে এনেছেন ২.৪ মিলিয়ন ভিউ। মানে রণবীরকে টেক্কা দিতে পারলেন না সলমন খান। কিন্তু সলমন খানের সঙ্গে এপিসোড করে বেজায় চাপে পড়েছেন কপিল শর্মা, এমনটা মনে করছেন অনেকে।

বিদেশে কপিলের ক্যাফেতে হঠাত্‍ গুলি চালিয়ে পালিয়ে গিয়েছেন দুষ্কৃতীরা। সোশ্যাল মিডিয়ায় একজনের বক্তব্য, ”সলমন খানের সঙ্গে এপিসোড করার পর থেকেই কি টার্গেট হয়ে গেলেন কপিল? তাঁর উপর আক্রমণ হচ্ছে। আবার শোয়ের ভিউয়ারশিপ পড়তে শুরু করেছে।” এখন আগামী এপিসোডগুলোর ভিউয়ারশিপ কেমন হয়, সেটা দেখলে বোঝা যাবে বয়কটের ট্রেন্ড রয়েছে কিনা।