
২০২৩ সালে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। মুক্তির পর থেকেই ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সমাজের কঠিন বাস্তব তুলে ধরায় বেশ বিপাকে পড়েছিলেন ছবির নির্মাতারা। প্রযোজক ভিপুল অম্রুতলাল শাহ জানিয়েছেন এবার আসতে চলেছে ছবির সিক্যুয়েল । নতুন ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ় বিয়ন্ড’। এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আশার পর থেকেই ছবিপ্রেমীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে।
মোশন পোস্টারে দেখা যাচ্ছে একাধিক নারীর মুখ যেখানে ভয়, যন্ত্রণা এবং অসহায়তার ছাপ স্পষ্ট। ছবি নির্মাতারা জানিয়েছেন, এই সিক্যুয়েল আগের ছবির গল্পের থেকেও বেশি গভীর হবে। সমাজের এমন কিছু অন্ধকার দিক তুলে ধরা হবে, যা সাধারণত সামনে আসে না । প্রযোজক ভিপুল অম্রুতলাল শাহ জানিয়েছেন, এই ছবির গল্প শুধুমাত্র একটি ঘটনার পুনরাবৃত্তি নয়, বরং এমন কিছু বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি, যা অনেক কঠিন সত্যের মুখোমুখি ফেলবে দর্শককে। তাঁর কথায়, “এই গল্প থেমে যাওয়ার নয়। এবার আরও কঠিন সত্য সামনে আসবে।”
সুত্রের খবর ৩০ জানুয়ারি ২০২৬ মুক্তি পেতে চলেছে ছবিটির টিজার। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এ। ছবিটি পরিচালনা করছেন কামাখ্যা নারায়ণ সিংহ। প্রযোজনায় রয়েছে সানশাইন পিকচার্স।
উল্লেখ্য, দ্য কেরালা স্টোরি মুক্তির পর দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মূল বিষয় ছিল কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করে আইএস-এ যোগদান করানো এবং এর পেছনে যে ষড়যন্ত্র চলে তাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন পরিচালক। বিতর্ক তৈরি হলেও পরে ছবির জন্য জাতীয় পুরষ্কার পান পরিচালক সুদীপ্ত সেন। বক্স অফিসে ছবিটি ভালো ব্যবসাও করেছিল। সেই কারণেই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনই নতুন করে বিতর্ক তৈরীর সম্ভাবনাও রয়েছে । দ্য কেরালা স্টোরি ২ ছবি নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা।