
মেগাস্টার দেবের পরপর দু’টো ছবি মুক্তি পাচ্ছে। ১৪ অগস্ট মুক্তি পেল ‘ধূমকেতু’। সেই ছবির প্রচারে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নজরুল মঞ্চে নেচেছিলেন দেব। দেব আর শুভশ্রী জুটির বেশ কিছু হিট গান আছে। সেই গানের সঙ্গে নাচের সময়ই নায়িকার সঙ্গে নায়কের একটা দারুণ মুহূর্ত তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মুহূর্তটি। শুভশ্রীর মুখে ছিল হাসি। সেই ছবিতে দেবের হাসির রেশও ভোলার নয়।
এবার ‘রঘু ডাকাত’ ছবির প্রচার শুরু করে দিয়েছেন দেব। বেঙ্গল ট্যুরে তাঁর সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার বা ইধিকা পালের মতো তারকারা। ছবিতে দেব আর ইধিকার রোম্যান্টিক গানটি ইতিমধ্যেই চর্চিত হয়েছে। বেঙ্গল ট্যুরে গিয়ে মঞ্চে সেই গানের সঙ্গে নাচের সময় এবার দেবের সঙ্গে ইধিকার যে মুহূর্ত তৈরি হলো, তার সঙ্গেই নায়কের অনুরাগীরা আগের মুহূর্তটার মিল পেয়েছেন।
অনুরাগীরা দু’ টো মুহূর্তের মধ্যে তুলনা শুরু করে দিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ”দেশু জুটির মুহূর্তটা ভুলতে পারিনি। দেবের পাশে ইধিকা এসে দাঁড়ালে এই জুটিকে কি দেবী হ্যাশট্যাগ দেওয়া যায়? দেবের পাশে ইধিকাকে দারুণ দেখতে লাগছে। তবে এটা ঠিক, দেবের পাশে শুভশ্রীকে সেরা লাগে।” নায়কের আর এক অনুরাগীর বক্তব্য, ”মঞ্চে যেভাবে দেব নায়িকাদের সঙ্গে পারফর্ম করছেন, সেটা দেখতে খুবই ভালো লাগছে।” একজন আবার প্রশ্ন করেছেন, কবে দেব-শুভশ্রী জুটিকে একসঙ্গে ছবিতে দেখা যাবে? সব মিলিয়ে দেবের নায়িকাদের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে।