
বলিউডের রঙিন জগতের পেছনে লুকিয়ে থাকে অনেক না-বলা গল্প। তারকাদের প্রেম, বিচ্ছেদ আর অসমাপ্ত সম্পর্কগুলো সবসময়ই সাধারণ মানুষের কৌতূহলের বিষয়। এমনই এক প্রেম কাহিনি হল বলিউডের তিন স্টার—অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চনের সম্পর্ককে ঘিরে। তবে জানেন কি বলিউডের প্রথমসারির এক অভিনেত্রী রয়েছেন, যিনি গভীর রাতে ঘুম ভেঙে হাউ-হাউ করে কাঁদতেন অমিতাভ বচ্চনের জন্য। তিনি না ছিলেন রেখা বা জয়া, বরং তিনি ছিলেন প্রয়াত অভিনেত্রী পরভিন ববি।
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘দোস্তানা’-এর শুটিং চলাকালীন এমন ঘটনা ঘটে। পরভিন ববি তখন মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা জানান, তিনি স্কিজোফ্রেনিয়া নামক রোগে আক্রান্ত। সেই সময়, মাঝরাতে আচমকা ঘুম ভেঙে অমিতাভ বচ্চনের নাম করে কেঁদে উঠতেন পরভিন। এই পরিস্থিতি দেখে ছবির পরিচালক মহেশ ভাট এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে, নিজের সব অভিমান ভুলে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে যান।
তিনি বচ্চনকে অনুরোধ করেন, যেন অমিতাভ পরভিন ববির প্রতি একটু সহানুভূতিশীল হন, তাঁকে মানসিকভাবে সাপোর্ট দেন। যদিও অমিতাভ সেই সময় সহানুভূতির প্রতিশ্রুতি দেন, কিন্তু পাল্টা মহেশ ভাটকেই বলেন পরভিনকে দেখাশোনা করার কথা। এতে মহেশ ভাট রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার মতে, বলিউডের তারকারা কেবল নিজেদের নিয়েইভাবে, অন্যের দুঃখ তাদের স্পর্শ করে না।