AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০ কোটি বাজেটের ছবির আয় মাত্র ২.৫ হাজার টাকা! জানেন এটা কোন সিনেমা?

এই ছবির নির্মাতারা পরে দেউলিয়া হয়ে যান। যদিও পরে সিডি এবং ডিভিডি বিক্রির মাধ্যমে ছবিটি প্রায় ৩ কোটি টাকা আয় করতে পেরেছিল। তবুও সিনেমা হলে এই ছবি যে সবচেয়ে কম আয় করা ছবির তকমা পেয়ে গিয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

১০ কোটি বাজেটের ছবির আয় মাত্র ২.৫ হাজার টাকা! জানেন এটা কোন সিনেমা?
| Edited By: | Updated on: Apr 23, 2025 | 7:54 PM
Share

প্রতিটি সপ্তাহেই বিশ্বজুড়ে সিনেমাহলে নানান ছবি মুক্তি পায়। কিছু ছবি বাণিজ্যিকভাবে সফল হয়। কিছু ছবি জাতীয় স্তরে প্রশংসিত হয়। আবার কিছু ছবি কয়েকদিনেই হারিয়ে যায়। তবে প্রতিটা নির্মাতারই লক্ষ্য থাকে একই, ছবি যেন আয় করে। অন্ততপক্ষে খরচের অংশটুকু ঘরে তুলে আনতে পারে। লাভ না হলেও, যে ক্ষতির মুখ না দেখতে হয়। ফলে বাজেট নিয়েই রীতিমত চিন্তার ভাঁজ পরে যায় প্রযোজক সংস্থার কপালে। তবে জানেন কি, এমন একটি হলিউড ছবি রয়েছে, যা বানাতে খরচ হয়েছিল প্রায় ১০ কোটি টাকা, কিন্তু মুক্তির পর তার বক্স অফিস আয় ছিল মাত্র ২.৫ হাজার টাকা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

নাহ, ভারতীয় ছবি নয়, এটা হল হলিউড ছবি ‘Zyzzyx Road’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলার ঘরানার। ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন হেইগেল, লিও গ্রিলো এবং টম সাইজমোর। ছবির পরিচালনা করেছিলেন জন পেনি। যদিও এত বড় বাজেটের ছবি হওয়া সত্ত্বেও, ছবিটি মুক্তির সময় একেবারে সাড়া ফেলতে পারেনি।

চলেছিল মাত্র ৬ দিন। আয় হয়েছিল ২ হাজার টাকা। চমকে যাওয়ার মতো তথ্য হল, এই ছবিটি আমেরিকার একটি নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মাত্র ৬ দিনের জন্য মুক্তি পেয়েছিল এবং সেখান থেকেই আয় করে মাত্র ৩০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ হাজার টাকা!

এই ছবির নির্মাতারা পরে দেউলিয়া হয়ে যান। যদিও পরে সিডি এবং ডিভিডি বিক্রির মাধ্যমে ছবিটি প্রায় ৩ কোটি টাকা আয় করতে পেরেছিল। তবুও সিনেমা হলে এই ছবি যে সবচেয়ে কম আয় করা ছবির তকমা পেয়ে গিয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই।